Homeএখন খবরনেতার বাড়ি থেকে ভবন নির্মানের রড স্কুলে ফেরার পরই শিক্ষককে বেধড়ক মার...

নেতার বাড়ি থেকে ভবন নির্মানের রড স্কুলে ফেরার পরই শিক্ষককে বেধড়ক মার তৃনমূল কর্মীর

নিজস্ব সংবাদদাতা: স্কুলের ভবন নির্মানের জন্য কেনা রডের একাংশ মাঝ রাস্তায় ঢুকে গেছিল নেতার বাড়িতে। এলাকার মানু্ষের ক্ষোভ ও প্রতিবাদের জেরে সেই রড আবার ফিরে আসে স্কুলে । আর তারপরেই এক স্কুল শিক্ষককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করল তৃণমূলের সক্রিয় কর্মী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকার শনিবারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করলেও এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় শাসকদলের বিরুদ্ধে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ধৃতের নাম ভবেশ মাইতি। সবংয়ের তৃণমূল নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ  অমুল্য মাইতির ঘনিষ্ট বলে পরিচিত ভবেশ ।
 ধৃত ভবেশ মাইতি এর আগে একবার ফোনে তৃনমূলের রাজ্যসভা সাংসদ মানস ভুঁইয়াকে হুমকি দিয়েও গ্রেপ্তার হয়েছিল  বলেও জানাগেছে।
                  
শনিবার বিকেলে ভবেশ সবং স্কুলে যায় ওই তৃণমূলকর্মী। স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে দেখা করে প্রনাম করে বলেও জানাগেছে। তারপর স্কুলের প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষক একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন। এমন সময় সবং বাজারে বুদ্ধদেব বেরার মান্নার গ্যারেজের সামনে শিক্ষকদের গাড়ি আটকে নকুল বেরা নামে এক শিক্ষককে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই গাড়িতেই ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অদিতি নন্দন রাজ। তিনি গাড়ি থেকে নেমে শিক্ষককে বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। প্রহৃত শিক্ষক নকুল বেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষককে দেখতে আসেন বিডিও অভিজিৎ ব্যানার্জী।
ঘটনার সূত্রপাত, তিনদিন আগে সবং সারদাময়ী উচ্চ বিদ্যালয়ের  রড গাড়ি থেকে ২২ কুইন্টাল ৬০ কেজি রড নামিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা, স্কুল পরিচালন সমিতির সভাপতি অমূল্য মাইতির বাড়িতে। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু মানুষ। ঘটনা প্রসঙ্গে অমূল্য মাইতি বলেন, ‘ভবেশ আমাদের দলের সমর্থক। সব সমইয় মদ্যপ অবস্থায় থাকে। আমাকেও মুন্ডু চাই বলে গালাগালি করেছে অনেকবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রড প্রসঙ্গে অমূল্য বলেন, প্রোজেক্ট রেটে এলিগ্যান্ট কোম্পানির রড কেনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রড নিতে হয়। ততটা রড স্কুলের প্রয়োজন ছিলনা। তাই ২ টন রড আমি নিতে চেয়ে টাকাও দিয়ে দিয়। স্কুলে রেজুলেশনও আছে। সেটিকে নিয়েই কিছু লোক হৈচৈ করছে। অশান্তির কারনে আমি রড স্কুলে ফেরত পাঠিয়ে দিয়েছি। ‘

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অমুল্য মাইতি গোষ্ঠীর লোকজন বলছেন এই সমস্যা তৈরি করেছে মানস ভুঁইয়া ঘনিষ্ট কয়েজন। যদিও একথা মানতে নারাজ মানস পন্থীরা। সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ৫ দিন ‘দিদিকে বলো’ কর্মসূচীতে সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া সহ সমস্ত নেতা কর্মীরা ব্যস্ত ছিল। কী হয়েছে ঠিক জানিনা। ‘

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রহৃত শিক্ষক নকুল বেরা বলেন, ‘ভবেশ মাইতি একাই ছিলেন। কেন উনি মারধর করলেন জানিনা’। স্কুলের ওই শিক্ষক কে এর আগেও একবার গালাগালি করেছিল বলে জানাগেছে। পুলিশ ভবেশকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।
তবে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতির হাতে প্রহৃত শিক্ষক বলে প্রচার চালায়।

RELATED ARTICLES

Most Popular