Homeএখন খবরঅনিয়মিত দেরি, শিক্ষক শিক্ষিকাদের স্কুলের মাঠে দাঁড় করিয়ে শাস্তি অভিভাবকদের

অনিয়মিত দেরি, শিক্ষক শিক্ষিকাদের স্কুলের মাঠে দাঁড় করিয়ে শাস্তি অভিভাবকদের

শুক্রবার ঘাটালের সাদিচক 

নিজস্ব সংবাদদাতা: অন্য দিন যে মাঠে দাঁড়িয়ে পড়া না পারা কিংবা দুষ্টমি করা ছাত্র ছাত্রীদের শাস্তি ভোগ করতে হয় শুক্রবার সেই মাঠে দাঁড়িয়ে দেড় ঘন্টা শাস্তি ভোগ করতে হল প্রধান শিক্ষিকা সহ চার শিক্ষক শিক্ষিকাকে। শুক্রবার এমনই নজির বিহীন ঘটনার স্বাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল প্রাথমিক চক্রের সাদিচক গ্রাম। আর গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপোভোগ করল স্কুলে কচিকাঁচার দল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাদিচক গ্রামের ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, সাদিচক প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক আর দুই শিক্ষক ও দুই শিক্ষিকা চারজন। অভিভাবক বিমল দোলুই, স্বপন দোলুইদের আভিযোগ, ”প্রতিদিনই শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসেন। সাড়ে দশটায় স্কুল শুরু হওয়ার কথা কিন্তু শিক্ষক শিক্ষিকারা কোনও দিনই সময় করে আসেননা। কোনও দিন ১১টা, কোনও দিন সাড়ে ১১টা হয়ে যায় তাঁদের আসতে। এই সময় ছেলে মেয়েরা স্কুলে পৌঁছে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি করে। একে পড়াশুনার সময় নষ্ট আর তারপর ছাত্রছাত্রীদের যদি কিছু দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় দেড় ঘন্টা খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়, পরে অবশ্য চেয়ারও দেওয়া হয় বসার জন্য। কোনও শিক্ষক বা শিক্ষিকা বাড়ি ফিরে যেতে চাইলেও তাঁদের যেতে দেওয়া হয়নি। বলা হয় অভিভাবক মিটিংয়ের পরেই ছাড়া হবে তাঁদের। ঘটনার খবর পেয়েই অভিভাবকদের সংগে কথা বলেন ভারপ্রাপ্ত স্কুল পরিদর্শক সোমেন দে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস দিলে শিক্ষক শিক্ষিকাদের ছেড়ে দেন অভিভাবকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি  স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী বাগ।  এবিষয়ে ফোন করা হলে তিনি বলেন, আমি ফোনে কিছু বলতে পারব না। স্কুল পরিদর্শক বলেন, ”একটা আভিযোগ পেয়েছি শিক্ষক শিক্ষিকাদের দেরি করে আসার বিষয়ে। আমরা খতিয়ে দেখছি আভিযোগ।” 

RELATED ARTICLES

Most Popular