Homeজাতীয়অনার কিলিং নিয়ে ছবির করায় পরিচালক রাম গোলাপ বর্মার বিরুদ্ধে মামলা করেন...

অনার কিলিং নিয়ে ছবির করায় পরিচালক রাম গোলাপ বর্মার বিরুদ্ধে মামলা করেন তেলেঙ্গানা পুলিশ

ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই তেলেঙ্গানা অনার কিলিং নিয়ে ‘মার্ডার’ ছবির ঘোষণা করেন বলিউডের চিরকালের বিতর্কিত পরিচালক রাম গোলাপ বর্মা। প্রণয় পেরুমল্লার নৃশংস হত্যার ঘটনার উপর ভিত্তি করেই এই ছবি তৈরির কথা জানিয়েছিলেন রাম গোপাল বর্মা। এর জেরে পরিচালক রাম গোলাপ বর্মার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তেলেঙ্গানা পুলিশ। পাশাপাশি পরিচালক এবং ছবির প্রযোজক নাত্তি কারুনার বিরুদ্ধে রাজ্যের নালগোন্ডা জেলার মিরিয়ালগুড়া টাউন-১ থানায় অভিযোগ দায়ের করেছে প্রণয়ের বাবা। আদালতের নির্দেশেই প্রণয়ের বাবা বালাস্বামীর পিটিশনের মাধ্যমে অভিযোগ জানান পরিচালক ও এই ছবির প্রযোজকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ২০১৭ সালে পরিবারের অমতে বিয়ে করেছিলেন অম্রুতা ও প্রণয়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনেই স্বামী প্রণয় পেরুমল্লারকে পিটিয়ে খুন করেন অম্রুতার বাবা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন প্রণয়। সেই সময় হাসপাতালের বাইরেই ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার রেকর্ড হয় হাসপাতালের সিসিটিভিতেও। পরে পুলিশকে বয়ান দেওয়ার সময়ও স্ত্রী অম্রুতা বাবার নৃশংস হত্যার কথা জানান।

অম্রুতা জানান, পরিবারের অমতে প্রণয়ের সাথে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু প্রণয় ছোটো জাতের হওয়ায় তাকে মেনে নিতে পারেনি পরিবার। বারংবার পরিবারের তরফে তাদের আলাদা করার চেষ্টা করা হলেও তারা আলাদা না হওয়ায় শেষ পর্যন্ত প্রণয়কে পিটিয়ে খুন করে অম্রুতার বাবা। এরপরে অম্রুতার অভিযোগের ভিত্তিকে গ্রেফতার হন তাঁর প্রমোটার বাবা মারুথি রাও ও কাকাকে। জামাইকে খুনের অপরাধে সাত মাস জেলো খাটতে হয় মারুতি রাওকে। তবে করোনা আবহের আগে চলতি বছর মার্চেই সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এরপরই মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান মারুতি রাও। কিন্তু যে বাবা স্বামীকে খুন করেছেন তার সঙ্গে এক বাড়িতে থাকতে অস্বীকার করেন মেয়ে অম্রুতা এবং তারপরই আত্মঘাতী হন মারুতি রাও।

এই ঘটনার ভিত্তিতে চলতি বছর ফাদার্স ডে’র দিন বাবা মারুথি রাও ও তাঁর মেয়ে অমৃতার সম্পর্কের গল্প নিয়ে ছবি তৈরি করার ঘোষণা করেন। সেই ছবির প্রথম পোস্টারও ইতিমধ্যেই সামনে এনেছেন পরিচালক। এদিকে ছেলের মৃত্যুর পর একেই শোকা হত প্রণয়ের বাবা, অন্যদিকে ছেলের মৃত্যুর পরও এভাবে তাকে নিয়ে কাঁটাচেরা করায় প্রণয়ের বাবা পরিচালক রাম গোপাল বর্মা ও প্রযোজকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা এবং তপশিলি জাতি ও উপজাতির মানুষের অধিকার সংক্রান্ত একাধিক ধারায় মামলা করেছেন।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে মামলা করার পর রবিবার টুইটারের মাধ্যমে পরিচালক রাম গোপাল বর্মা নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ” সম্পূর্ণ খবর না জেনে আমার ও ছবির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে উপযুক্ত আইনী প্রক্রিয়ায় আমাদের আইনজীবীরা জবাব দেবেন।”

RELATED ARTICLES

Most Popular