Homeএখন খবরহাড় কাঁপানো শীতে দাঁতনের মন্দিরে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই...

হাড় কাঁপানো শীতে দাঁতনের মন্দিরে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই চোরের ছবি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই চোরের ছবি  

নিজস্ব সংবাদদাতা: হাড় কাঁপানো ঠান্ডার পুরোপুরি সদ্ব্যবহার করল চোরের দল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার একটি ঐতিহ্যবাহী মন্দিরের দরজা ভেঙে প্রায় ৮লক্ষ টাকার গহনা, প্রণামির বাক্সের টাকা নিয়ে গেল দুষ্কৃতিরা। শনিবার ও রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দাঁতন থানার কাকরাজিত গ্রামের মহাপ্রভুর মন্দিরের।

চুরি হয়েছে এই মন্দিরেই 

কাকরাজিত মহাপ্রভু সেবা কমিটির সম্পাদক বিমল গিরি জানান,’ নিত্যকার নিয়ম অনুযায়ী প্রভুর মন্দিরে ভোর ৫ টায় মঙ্গল আরতি হয়ে থাকে। রবিবার সেই আরতির জন্য পূজক এসেই দেখতে পান যে মন্দিরের তালা ভাঙা। তাঁর কাছ থেকেই খবর পেয়েই আমরা ছুটে আসি। দেখা যায় প্রভুর মুকুট , বাজুবন্ধ, বালা, হার সহ প্রায় সাত আট লক্ষ টাকা মূল্যের গহনা চুরি হয়েছে। প্রণামি বাক্স থেকেও আনুমানিক ৩০হাজার টাকা চুরি হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্দিরের আরেক কর্মকর্তা বামাপদ মিশ্র জানিয়েছেন, ” সিসিটিভি ফুটেজে দুজন চোরকে দেখা গেছে যাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। ফুটেজ অনুসারে রাত ১.২০ থেকে ১.৪৫ য়ের মধ্যেই ঘটনা ঘটেছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী ওই সময় এতদঞ্চলের তাপমান ৭ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমেছিল। বোঝাই যাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডায় গোটা গ্রাম যখন লেপের তলায় তখুনি কাজ সেরেছে চোর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।   

RELATED ARTICLES

Most Popular