Homeএখন খবরবিকাশ ভবনের সামনেই আছড়ে পড়তে চলেছে অস্থায়ী কলেজ কর্মীদের ক্ষোভ

বিকাশ ভবনের সামনেই আছড়ে পড়তে চলেছে অস্থায়ী কলেজ কর্মীদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: ২০২০সাল হোক বঞ্চনা মুক্তির সাল, এই দাবি নিয়ে সারাদিন ব্যাপী কনভেনশন হয়ে গেল পশ্চিমবঙ্গ জুড়ে কলেজ গুলিতে কর্মরত অস্থায়ী কর্মীদের। বৃহস্পতিবার কলকাতার আশুতোষ কলেজের এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী  ৩ রা ফেব্রুয়ারী বিকাশভবনের সামনে সর্বশক্তি দিয়ে জমায়েত হয়ে ধর্না মঞ্চ করা হবে, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার আগে ৩ তারিখকে মাথায় রেখে ২৭ ও ২৮ শে জানুয়ারী ২দিন ব্যাপী রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান মঞ্চ করে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা হবে। উদ্দেশ্য ৩রা ফেব্রুয়ারির কর্মসুচীকে আরও সংগঠিত করা।
                 
 বৃহস্পতিবার কনভেনশনে হাজির হয়েছেন  প্রায় ২০০০ অস্থায়ী কর্মচারীরা এসে উপস্থিত হয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে উপস্থিতি চোখে পড়ার মতো। উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদক নীলকমল সাহা, WEBCUTAB এর রাজ্য প্রতিনিধি সোহীনি ভট্টাচার্য্য। কনভেনশানের মাধ্যমে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয় আগামী  দিনে করব মরবো নয়ত দাবী আদায় করে ছাড়বো। মুখ্যমন্ত্রীর বাড়ীর অদুরে এই সকল অস্থায়ী কর্মচারীদের ঐক্যবদ্ধ সোচ্চার ধ্বনি চলতি মাসেই কলকাতার রাজপথে যে আছড়ে পড়ছে সে ব্যাপারে কোন সন্দেহ নাই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সামান্য পারিশ্রমিকে কাজ করেও না আছে কাজের নিরাপত্তা, না আছে কাজের স্বীকৃতি, না আছে কোন নির্দিষ্ট বেতন পরিকাঠামো। বলাবাহুল্য এই সকল কর্মচারী বিহীন কলেজ অচল তা একবাক্যে কলেজ কর্তৃপক্ষ স্বীকার করে নিলেও তাদের ভবিষ্যত নিয়ে আজও সবাই উদাস। দিশেহারার মতো এই সকল কর্মচারীদের দিন অতিবাহিত হলেও আজো কেউ ভাবলো না তাদের কথা। উচ্চ শিক্ষার প্রানকেন্দ্র মহাবিদ্যালয় গুলো যখন কর্মীর অভাবে ধুঁকছিল ঠিক তখনই কলেজকে স্বাভাবিক রাখতে বিগত বাম আমল থেকেই কলেজ পরিচালন সমিতির অনুমোদন ও অনুমতিক্রমে নিয়োগ প্রসেসকে মান্যতা দিয়ে এই সকল কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular