Homeএখন খবরতামিলনাড়ু তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭

তামিলনাড়ু তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭

ওয়েব ডেস্ক : তামিলনাডুর কাড্ডালোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে এই ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন শ্রমিকের এবং গুরুতর জখম হয়েছেন ১৭ জন শ্রমিক। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ টিপিএস ২ এর ৫ নং ইউনিটে বিস্ফোরণটি ঘটে। ঘটনার সাথে সাথেই গুরুতর জখম অবস্থায় শ্রমিকদের প্রথমে এনএলসিআইএল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, আহত ১৭ জনের মধ্যে ১১ জনের অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনায় ওই তাপবিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের দাবি, কিভাবে বিস্ফোরণটি ঘটলো এখনও জানা যায়নি। তবে সাধারণত, অতিরিক্ত উত্তাপ এবং উচ্চ চাপ বয়লারগুলির আউটলেট ইউনিটের বিস্ফোরণের দিকে পরিচালিত করে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর জেরেই বয়লারটিতে বিস্ফোরণ হয়। ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর তরফে ইতিমধ্যেই ৬ নিহত শ্রমিকের পরিবার পিছু ৩ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে শুধু এরাই নয় পাশাপাশি যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের প্রত্যেককে তামিলনাড়ু সরকারের তরফে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

তবে এই প্রথম নয়। এর আগে চলতি বছরের ৭ ই মে একইরকমভাবে টিপিএস ২ এর ৬ নং ইউনিটে বিস্ফোরণ ঘটে।সেই সময় বিস্ফোরণে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল আরও ৩ জন। এরপরই শ্রমিক ইউনিয়নের নেতাদের তরফে ঘনঘন বয়লার বিস্ফোরণে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার জন্য কর্তৃপক্ষকে দায়ী করা হয়। জানা গিয়েছে এই গত দেড় বছরে টিপিএস ২ তে মোট ৫ বিস্ফোরণ ঘটেছে।

এদিকে চলতি বছর ৭ মে বিস্ফোরণের পরপরই পিএমকে যুব শাখার সভাপতি আনবমনি রামাদোস শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নেই এমন ইউনিটগুলি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন। কিন্তু আদপে কোনো লাভই হয়নি। জানা গিয়েছে, টিপিএস ২-এর মোট ৭ টি ইউনিট রয়েছে যার তাপ ধারণ ক্ষমতা ২১০ মেগাওয়াট। এই প্লান্টে প্রশাসন ও বিতরণ কর্মীদের সদস্য সহ প্রায় ২ হাজার শ্রমিক রয়েছে। তাপ ইউনিটের গড় আয়ু ৩০ বছর এবং ইউনিটটি সংস্কারের পরে আরও ১০-২০ তা পুনরায় ব্যবহার করা যায়।

RELATED ARTICLES

Most Popular