Homeএখন খবরনির্বাচনের আগে বড় জয় শাসকদলের, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক...

নির্বাচনের আগে বড় জয় শাসকদলের, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুল রহিম

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামাম বাজতেই ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি। পাশাপাশি দুপক্ষেই শুরু হয়েছে দলবদলের পালা। এদিকে শনিবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুল রহিম। শনিবার তৃণমূল ভবনে শাসকদলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগ দেন আবদুর রহিম।
তবে শুধুমাত্র আবদুল রহিমই নয়, গত মাসেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বসিরহাটের বিধায়ক রফিকুল ইসলাম। এর এক মাস কাটতে না কাটতেই নির্বাচনের প্রাক্কালে বাদুড়িয়ার বিধায়কের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা নির্বাচনের প্রাক্কালে শাসকদলের কাছে বড় পাওয়া বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার তৃণমূল ভবনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম সহ শাসকদলের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন আবদুল রহিমের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এদিম আবদুল রহিম সাহেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করতে।” পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আবদুল রহিম বলেন,”কঠিন আর্থিক অবস্থার মধ্যেও পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন মমতা।”

এদিকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসিরহাটের বাদুড়িয়ায় শক্ত ঘাঁটি গড়েছিল কংগ্রেস। ঘাঁটি এতটাই শক্ত ছিল যে বাম আমলেও বাদুড়িয়ায় জায়গা করে নিতে পারেনি সিপিআইএম। এর আগে একাধিকবার ভোটে জিতে বাদুড়িয়ায় কংগ্রেসের বিধায়ক হয়েছেন আবদুল রহিমের বাবা আবদুল গ্ফর সাহেব। শনিবার সেই বাদুড়িয়ার বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই তৃণমূলের বড় জয় বলেই মনে করছেন শাসকদল। তবে এদিন শুধুমাত্র আবদুল রহিমই নয়, তিনি ছাড়াও এদিন শাসকদলে যোগ দেন বেশ কয়েকজন আইপিএস।

RELATED ARTICLES

Most Popular