Homeএখন খবরভীনরাজ্যে কাজে যাওয়া পরিযায়ীদের জন্য 'সুলভ আবাসন' প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্র

ভীনরাজ্যে কাজে যাওয়া পরিযায়ীদের জন্য ‘সুলভ আবাসন’ প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্র

ওয়েব ডেস্ক : পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে কাজে যাবে সেখানেই থাকার ব্যবস্থা করতে ঘর দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামান। এবার সেটিই বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্য থেকে দেশের নানা জায়গায় কাজে যান পরিযায়ী শ্রমিকরা। এবার বড় শহরে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার ‘সুলভ আবাসন’ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার এই প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

জানা গিয়েছে, সুলভ আবাসন প্রকল্পে দুরকম প্রক্রিয়ায় কাজ শুরু হবে। প্রথমত, সরকারের যে সমস্ত ফাঁকা ভবনগুলি পড়ে রয়েছে। সেগুলি ইতিমধ্যেই ২৫ বছরের জন্য ছাড়যুক্ত চুক্তির ভিত্তিতে প্রকল্পের আওতাভুক্ত করা হবে। কেন্দ্রীয় হিসেব অনুযায়ী, ইউপিএ ও এনডিএ সরকারের আমলে তৈরি প্রায় ১.২ লক্ষ খালি সরকারি আবাসন পড়ে রয়েছে। প্রকল্প নির্মাণের প্রাথমিক খরচ ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। প্রকল্পের দ্বারা উপকৃত হবেন প্রায় ৩ লাখ মানুষ। এই ধরনের বাড়ি সবচেয়ে বেশি রয়েছে মহারাষ্ট্রে। যা প্রায় ৪০ হাজারটি এবং দিল্লিতে রয়েছে প্রায় ৩৫ হাজার বাড়ি।

দ্বিতীয়ত, এই প্রকল্পের আওতায় থাকা পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু সুবিধা দেওয়া হবে। পাশাপাশি, সরকারের তরফে প্রকল্পটি ব্যবহারের অনুমতি, ৫০% অতিরিক্ত এফআইআর , ছাড়যুক্ত গৃহঋণ ও কর ছাড়ের সুবিধা ইত্যাদিও দেওয়া হবে। এ ছাড়া সরকারের দাবি, এই প্রকল্পের কাজ শুরু হলে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ মিলবে৷ সেই সাথে পরিযায়ীরা পাবে নিজেদের মাথা গোজার ঠাঁই।

RELATED ARTICLES

Most Popular