Homeএখন খবরপূণ্যার্থীদের জন্য খুলে গেল উত্তরাখন্ডের 'চারধাম' মন্দির, থাকছে বিশেষ শর্ত

পূণ্যার্থীদের জন্য খুলে গেল উত্তরাখন্ডের ‘চারধাম’ মন্দির, থাকছে বিশেষ শর্ত

ওয়েব ডেস্ক : দেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় গত মার্চ থেকে বন্ধ সমস্ত তীর্থ যাত্রা। দীর্ঘ চার মাস পর আবার খুশির খবর পুণ্যার্থীদের জন্য। সারা দেশ থেকে প্রতিবছর বহু পুণ্যার্থীরা ‘চারধাম’ যাত্রার উত্তরাখণ্ডে আসেন৷ করোনা পরিস্থিতিতেই এবার চারধাম দর্শনের অনুমতি দিল উত্তরাখণ্ড সরকার। তবে ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য থাকছে কিছু কড়া শর্ত। যদি পূন্যার্থীরা সরকারের সেই শর্ত মানতে সক্ষম হন, তবেই চারধাম দর্শনের ছাড়পত্র পাবেন তাঁরা ৷ সরকারের দেওয়া বিভিন্ন শর্তের মধ্যে অন্যতম, উত্তরাখণ্ড আসার তিনদিন আগে প্রত্যেক তীর্থযাত্রীকে করোনা পরীক্ষা করাতে হবে৷ রিপোর্টি সাথে নিয়ে আসতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে তবেই তাঁদের রাজ্যে ঢোকার ছাড়পত্র দেওয়া হবে।

এবিষয়ে চারধাম দেবস্থানম প্রবন্ধন বোর্ডের প্রধান এক্সিকিউটিভ অফিসার রবিনাথ রমন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন। সম্মেলনে জানানো হয়েছে, ভিনরাজ্য থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। তবে সেই পরীক্ষা শুধুমাত্র আইসিএমআরের স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটরি থেকেই করাতে হবে। এর জন্য আরটিপিসিআর টেস্টই স্বীকৃত হবে৷ সেই সাথে প্রত্যেক পুণ্যার্থীকে করোনার পরীক্ষার আসল নথি সাথে রাখতে হবে৷ শুধুমাত্র করোনা নেগেটিভ পূণ্যার্থীরাই রাজ্যে প্রবেশের অধিকার পাবেন৷

একই সাথে ভিন রাজ্য থেকে আসা পূণ্যার্থীদের জন্য বিশেষ গাইডলাইন তৈরি করা হয়েছে। গাইডলাইন অনুসারে, পূণ্যার্থীকে নিজের সমস্ত জরুরি ডকুমেন্ট চারধাম দেবস্থানম বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ একইসাথে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপরেই তাঁকে চারধামে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যাত্রার সময় প্রত্যেক তীর্থযাত্রীর ফটো আইডি ও কোভিড ১৯ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে৷ চারধাম যাত্রার জন্য কোয়ারেন্টাইনের নিয়ম মানার পরই অনুমতি পাওয়া যাবে ৷

উত্তরাখন্ডবাসীর জন্য চারধামের দরজা খুলেছে অনেকদিন। কিন্তু করোনা পরবর্তী সময়ে একেবারেই বিপর্যস্ত পর্যটন ব্যবস্থা। চারধাম যাত্রা শুরু হলে ফের হোটেল ব্যবসায়ী, রেস্তোঁরা মালিক, ডান্ডি-কান্ডি সার্ভিসের সঙ্গে যুক্ত মানুষের জন্য রোজগারের পথ খুলে যাবে। সেকারণে এবার রাজ্যের পর্যটনশিল্পকে সচল করতে ভিনরাজ্যের বাসিন্দাদের জন্যেও শর্তসাপেক্ষে রাজ্যের দরজা খুলে দিল উত্তরাখণ্ড সরকার৷

RELATED ARTICLES

Most Popular