Homeএখন খবরএপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার;জানাল রিপোর্ট

এপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার;জানাল রিপোর্ট

নিউজ ডেস্ক: ভারতবর্ষে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের আশঙ্কা, এপ্রিলের মাঝামাঝি করোনা সংক্রমণের সংখ্যা হতে পারে সর্বোচ্চ। প্রতিদিনই ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার হাজারের বেশি। একদিনে সংক্রমণের নিরিখে এই বছরে যা সর্বাধিক। দু’দিনে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তাঁরা জানাচ্ছেন,১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ধরলে দ্বিতীয় সংক্রমণের ঢেউ স্থায়ী হতে পারে প্রায় ১০০ দিন।

সাধারণ মানুষের মনে প্রশ্ন, আবার কি তবে লকডাউন হতে চলেছে? কিন্তু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২৮ পাতার রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলায় এলাকাভিত্তিক লকডাউন বা নিষেধাজ্ঞা জারি করা সমস্যার সমাধান নয় বরং দ্রুত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনাই হবে সঠিক পদক্ষেপ।

এসবিআই এর রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের গতি-প্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোভিশিল্ড রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কয়েকটি রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলায় যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্থিক ক্ষেত্রে তার প্রভাব পড়বে যা বোঝা যাবে পরের মাসে।

RELATED ARTICLES

Most Popular