Homeরাজ্যউত্তরবঙ্গকরোনা চিকিৎসায় নতুন দিশা দেখাবে ফিল্ড হাসপাতাল, শিলিগুড়িতে শুরু হল পথ চলা

করোনা চিকিৎসায় নতুন দিশা দেখাবে ফিল্ড হাসপাতাল, শিলিগুড়িতে শুরু হল পথ চলা

নিউজ ডেস্ক: তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নিয়ে করোনা চিকিৎসায় ২০ শয্যার ফিল্ড হাসপাতাল গড়ে উঠল শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন একটি বহুতলে গড়ে তোলা এই হাসপাতালের উদ্বোধন করলেন পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন গৌতম দেব। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক এস পুন্নামবলম এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়াও ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ কল্যাণ খাঁ, ডাঃ পি ডি ভুটিয়া, ডাঃ সন্দীপ সেনগুপ্ত।

শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং কলকাতার লিভার ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক ও ফোরাম ফর হিউম্যানিটি নামে সামাজিক সংগঠনের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে এই হাসপাতালটি। করোনা পরিস্থিতিতে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গৌতম বাবু। সমস্ত রকম সাহায্যে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই ফিল্ড হাসপাতাল যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টার জন্য সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয়।

শহরে করোনা সংক্রমণ কিছুটা কমলেও পরবর্তিতে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে কার্যত লকডাউন চলার কারণে সংক্রমণ কিছুটা কম রয়েছে। তবে যখন সবকিছু থেকে বিধিনিষেধ সরিয়ে নেওয়া হবে সেসময় নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় তারজন্যে সকলকে প্রস্তুত থাকতে হবে। এখন থেকে সেফ হোমগুলি চালানোর ক্ষেত্রে যদি কোনও রকম ঢিলেমি দেওয়া হয়, তাহলে পরবর্তিতে আরও বড় সমস্যায় পড়তে হতে পারে।

জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালটিকে অনুমোদন দেওয়া হয়েছে। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যকরী সভাপতি অভিজিৎ মজুমদার জানান, ফিল্ড হাসপাতালে পরামর্শদাতা চিকিৎসক হিসাবে নির্মল বেরা, অতনু রায়, অভিমন্যু বসু, প্রেম দোরজি ভুটিয়ারা। কোনও রোগীর অবস্থা গুরুতর হলে তাঁকে স্নানান্তরের জন্য নার্সিংহোমের সঙ্গেও কথা বলা হয়েছে। করোনা সংক্রামিতদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন সময় ফিল্ড হাসপাতালে রাউন্ড দেবেন। যাঁদের কিছুটা শ্বাসকষ্ট রয়েছে তাঁদের ফিল্ড হাসপাতালে রাখার বিষয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোগীদের শরীরের অক্সিজেনের মাত্রা ৮০-এর নীচে নেমে গেলে তাঁদের হাসপাতাল বা মেডিকেলে স্থানান্তরিত করা হবে।

RELATED ARTICLES

Most Popular