Homeএখন খবরধনতেরাসের পর দিনই কলকাতায় কমলো সোনা-রুপোর দর

ধনতেরাসের পর দিনই কলকাতায় কমলো সোনা-রুপোর দর

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ধনতেরাস উপলক্ষে এদিন সকাল থেকেই সাধ্য মতো সোনা-রুপো কিনতে ব্যস্ত সকলেই। বিশেষত প্রতিবছর এইদিনে সোনার দোকান ও বাসনের দোকানে বেশী ভিড় লক্ষ্য করা যায়। এদিকে এবছর ধনতেরাসের আগে সোনার দামের মূল্য বৃদ্ধি হওয়াতেও দামের তোয়াক্কা না করে সোনার দোকানগুলিতে চোখে পড়ার মত ভিড় লক্ষ্য করা যায়। । এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়।

এদিকে ধনতেরাসের পরের দিনই কলকাতায় সোনার দামে বেশ খানিকটা পতন লক্ষ্য করা যায়। শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৯,০৪০টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেটেই নয় একই সাথে এদিন ২৪ ক্যারেট সোনার দামও অনেকটাই কমেছে। শুক্রবার ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫২,৫৪০ টাকা। কলকাতার পাশাপাশি এদিন এক এক রাজ্যে এক এক রকম দাম দেখা যায়। শুক্রবার দিল্লিতে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৯,২৫০ টাকা, ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫২,৫৪০ টাকা।

পাশাপাশি এদিন চেন্নাইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,৬১০ টাকা আর ২৪ ক্যারেটে ১০ গ্রামের দাম ৫১,৯৩০ টাকা। অন্যদিকে, মুম্বইতে বেলা ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭৬০ টাকা, ও ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৭৬০ টাকা। পাশাপাশি এদিন কলকাতায় ১০ গ্রাম দাম ৬২৭.৭০ টাকা, ১০০ গ্রামের গ্রামের দাম ৬,২৭০ টাকা। কেজি প্রতি ৬২,৭০০ টাকা।

RELATED ARTICLES

Most Popular