Homeঅন্যান্যদলত্যাগীরা দলকে টাকার বিনিময়ে বিক্রি করেছে,মুর্শিদাবাদের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

দলত্যাগীরা দলকে টাকার বিনিময়ে বিক্রি করেছে,মুর্শিদাবাদের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক :দলত্যাগীরা দলকে টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে মুর্শিদাবাদের সভায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর ষ্টেডিয়ামের হেলিপ্যাডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামে। এরপরেই মূল মঞ্চে আসেন তিনি। মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বকে ও সভাস্থলে উপস্থিত মানুষদের সম্ভাষণ জ্ঞাপন করে বক্তব্য শুরু করেন তিনি। দলত্যাগীদের দুষ্ট গরুর সাথে তুলনা করেন। যারা বিজেপি করবেন বলে মনে করছেন তাদের চলে যেতে দলের তরফে বাধা নেই বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। বহরমপুরের বাসিন্দা উত্তরাখন্ডে প্রয়াত স্বামী বিশ্বরূপানন্দের প্রতি শ্রদ্ধা জানান। এরপরেই মুর্শিদাবাদের মির্জাফরের ইতিহাস স্মরণ করিয়ে দলত্যাগীদের মির্জাফরের সাথে তুলনা করেন। তারা দুর্নীতিগ্রস্থ। গরু পাচার, কয়লা পাচার সহ নানান দূর্ণীতি থেকে বাচতে বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হতে চাইছে। কাদার সাথে তুলনা করেন। বিজেপিকে দাঙ্গাবাজদের দল বলে নোটবন্দী সহ বিজেপি সরকারের নানান কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেন। এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতির নজির তুলে ধরে বিজেপি কে রোখার আহবান জানান তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের তুলনা করে বাংলায় মা বোনেদের শান্তি সম্মান ও সম্ভ্রম রয়েছে বলে মন্তব্য করেন।

RELATED ARTICLES

Most Popular