Homeএখন খবরঘুমিয়ে গেলেন চালক! লকডাউনের প্রহর কাটিয়ে কাজে যোগ দেওয়ার পথে দুর্ঘটনা, মৃত...

ঘুমিয়ে গেলেন চালক! লকডাউনের প্রহর কাটিয়ে কাজে যোগ দেওয়ার পথে দুর্ঘটনা, মৃত মহিলা ও শিশু সহ ১১, আহত ১৭জন

নিউজ ডেস্ক: চলন্ত গাড়িতে চালক ঘুমিয়ে পড়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল হল ৫ মহিলা ও ১ শিশু সহ ১১ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। বুধবার ভোর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতে ভদোদরার কাছে।

জানা গিয়েছে, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে দুমরে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রাকটি। মৃতদের মধ্যে অধিকাংশই হীরের কারিগর। তাঁরা সুরাত থেকে ট্রাকে করে পাভাগড়ের দিকে যাচ্ছিলেন। ওয়াঘোডিয়া ক্রসরোডের কাছে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েন বলে অনুমান।
ভদোদরার ডেপুটি পুলিশ সুপার করণরাজ সিং বাঘেলা জানিয়েছেন যে, “রাত ২.৪৫ নাগাদ একটি মিনি ট্রাক গিয়ে একটি বড়ো ট্রাককে গিয়ে ধাক্কা মারে শহর থেকে একটি দূরে ওয়াগোদিয়া সার্কেলের কাছে। মৃত ১১ জনের মধ্যে পাঁচজন মহিলা। একটি পাঁচ বছরের শিশুও ছিল বলে জানা গিয়েছে। নিহতদের প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, লক ডাউনের পর পরিস্থিতি ধিরে ধিরে স্বাভাবিক হয়েছে। সোনা রূপা হীরার বাজার চাঙ্গা হচ্ছে। একটু একটু করে কারিগরদের কাজে যুক্ত করেছে কারখানার মালিকরা। সেরকমই কারিগরদের একটি দল সপরিবারে ফিরছিল কাজে। নিজেদের বউ বাচ্চা সহ প্রায় ৩০ জনের দলটি একটি মিনি ট্রাকে রওনা দিয়েছিল কর্মক্ষেত্রে। সেই সময় ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই ওই ঘাতক মিনি ট্রাকটি একটি বড় ট্রাককে ধাক্কা মারে। এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার আরবি ব্রহ্মভাট।

ঘটনার পরই আহতদের আর্ত চিৎকারে ছুটে আসেন আসেন স্থানীয় কিছু মানুষ। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে হাত লাগান তাঁরাই। তাঁদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ। পুলিশের উদ্যোগেই অসুস্থদের উদ্ধার করেস্থানীয় সিভিল লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, “দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। মর্মান্তিক খবর খুবই ব্যথিত। প্রশাসন সবরকম ভাবে সাহায্য করবে আহতদের।” এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন এই মর্মান্তিক ঘটনায়।

RELATED ARTICLES

Most Popular