Homeএখন খবরহাতে আর মাত্র একদিন! সোমবারই শিয়ালদহ উত্তর শাখার ট্রেনের সংখ্যা প্রকাশ করলও...

হাতে আর মাত্র একদিন! সোমবারই শিয়ালদহ উত্তর শাখার ট্রেনের সংখ্যা প্রকাশ করলও পূর্ব রেল

ওয়েব ডেস্ক : লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যের বিভিন্ন স্টেশনে বিক্ষোভের জেরে ইতিমধ্যেই আগামী বুধবার ১১ নভেম্বর থেকে ১০-১২% লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। কিন্তু রেলের সিদ্ধান্তের পর পরই ভিড় রুখতে রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। সেই অনুরোধ মেনে শিয়ালদহ ডিভিশনে গত ৪৫% ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একইসাথে হাওড়া ডিভিশনেও ২০৬ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এরজেরে ইতিমধ্যেই পূর্ব রেলর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনে মোট ৪১০ টি ট্রেন চলবে। যদিও করোনাভাইরাসের সংক্রমণের আগে শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন মোট ৯১৫ টি ট্রেন চলতো। কিন্তু করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত শিয়ালদহ উত্তর শাখায় ২৬৮ টি ট্রেন চলবে। তবে প্রয়োজনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেই পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

হাতে আর মাত্র একদিন সময়, তারপরই সেই চেনা ছন্দে চলবে লোকাল ট্রেন। যদিও আগের মতো ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ রাখবে রেল পুলিশ। এর মধ্যে সোমবার শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে আপ-ডাউন মিলিয়ে কটি ট্রেন চলবে সেই সংখ্যা প্রকাশ করা হয়েছে। রেলের দেওয়া সূচি অনুযায়ী, (আপ-ডাউন) শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি ২২ টি ট্রেন, শিয়ালদহ-নৈহাটি ২৪ টি, শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চলবে ১০ টি( ২টি মেমু)। হ শিয়ালদহ -শান্তিপুর ১৪ টি, শিয়ালদহ- কল্যাণী সীমান্ত ১৪ টি, শিয়ালদহ- ব্যারাকপুর১৮ টি, শিয়ালদহ-রানাঘাট ১৩ টি। শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইনে ট্রেন চলবে ২৪টি। শিয়ালদহ – হাসনাবাদ মধ্যে ২৬ টি।

এদিকে পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, শিয়ালদ ডিভিশনের উত্তর শাখায় সবথেকে বেশি ট্রেন চলবে বনগাঁ লাইনে। শুধুমাত্র বনগাঁ লাইনের ট্রেনই চলবে ৩৯ টি। বনগাঁর পর সব থেকে বেশী ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনি-বারুইপাড়ায়। এই লাইনে মোট ৩২ টি ট্রেন চলবে। এছাড়াও শিয়ালদহ-বারাসত-দত্তপুকুর এর ট্রেন চলবে ৮টি। রানাঘাট – বনগাঁ চলবে ১৭ টি। বনগাঁ-নৈহাটি-দমদম-মাঝেরহাট লাইনে চলবে ৭টি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনের সময় সারণী পরিবর্তন করা হয়নি। গত বছর ১ জুলাইয়ের সময়সারণী অনুযায়ী চলবে সব ট্রেন। পাশাপাশি ট্রেনে ওঠার আগে সকল যাত্রীকে মাস্ক পরে, সামাজিক দূরত্ব ও সমস্ত বিধিনিষেধ বাধ্যতামূলকভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular