Homeএখন খবরসুশান্ত মামলার তদন্তের স্বার্থে পরিচালক রুমি জাফরিকে তলব ইডির

সুশান্ত মামলার তদন্তের স্বার্থে পরিচালক রুমি জাফরিকে তলব ইডির

ওয়েব ডেস্ক : সুশান্ত মামলায় প্রায় প্রতিদিনই নতুন নতুন ঘটনা সামনে আসছে৷ তদন্তের স্বার্থে সুশান্তের পরিচিত একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ বৃহস্পতিবার সুশান্ত মৃত্যু মামলার তদন্তের স্বার্থে ইডি দফতরে তলব করা হল পরিচালক রুমি জাফরিকে। এদিন তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে৷ সুশান্তের মৃত্যুর আগে পরিচালক রুমি জাফরির ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত-রিয়ার৷ মে মাসে লন্ডনে এই ছবির শুটিং শুরুর কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। এরপর কথা হয় লকডাউন উঠলেই শুরু হবে শুটিং। লব করা যথেষ্ট প্রাসঙ্গিক। সুশান্ত ও রিয়ার অভিনয় করার কথা ছিল পরিচালকের ছবিতে। এ বিষয়েই এদিন পরিচালক রুমি জাফরির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চলেছেন ইডি কর্তারা৷

এদিনের জিজ্ঞাসাবাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। তাদের মধ্যে রয়েছে, রুমি জাফরি পরিচালিত সুশান্তের সই করা শেষ ছবিতে সুশান্তের লগ্নি ছিল কি না? ছবির কন্ট্র‍্যাক্ট পেপার সই করার পর রুমির তরফে সুশান্ত ও রিয়াকে কোনও সাইনিং অ্যামাউন্ট দিয়েছেন কিনা? রুমিকি নিজের ইচ্ছেতেই রিয়াকে ছবিতে নিয়েছেন? নাকি এই ছবিতে রিয়াকে নেওয়ার জন্য সুশান্ত রুমিকে অনুরোধ করেছিলেন? সুশান্তের হয়ে যাবতীয় কথাবার্তা কি রিয়াই বলতেন? ছবিতে কতটা পারিশ্রমিক নেবেন সে ব্যাপারে সুশান্তের হয়ে কথাবার্তা কী রিয়া নিজেই বলতেন? সূত্রের খবর, এদিন ইডির তরফে রুমিকে এ জাতীয় একাধিক প্রশ্ন করা হতে পারে।

ইডির তরফে আপাতত মোট ১৩ টি বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে একাধিক বয়ান রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর ও রিয়া চক্রবর্তীর। তবে ইডির দাবি, রিয়াকে তার রোজগার ও সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সঠিক উত্তর পাওয়া যায়নি। তিনি কোনোভাবেই তফন্তে সাহায্য করছেন না। ফলে প্রয়োজনে তাকে ফের ইডি দফতরে ডাকা হতে পারে। তবে শুধুমাত্র রিয়া, সৌভিক নয়, পাশাপাশি সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও ডাকা হয়েছিল। ইডি সূত্রে খবর, তাদের প্রত্যেকেই আলাদা আলাদা দাবি করেছেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার রুমিকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা সেদিকেই তাকিয়ে নেটিজেনরা।

RELATED ARTICLES

Most Popular