Homeরাজ্যউত্তরবঙ্গবুথেই মৃত্যূ পোলিং এজেন্টের! পঞ্চম দফায় সকাল থেকেই চেনা ছবি; জায়গায় জায়গায়...

বুথেই মৃত্যূ পোলিং এজেন্টের! পঞ্চম দফায় সকাল থেকেই চেনা ছবি; জায়গায় জায়গায় বুথ এজেন্টকে বসতে বাধা, মারধোর, বিক্ষিপ্ত অশান্তি

নিউজ ডেস্ক: অতিরিক্ত গরমে অথবা অন্য কোনও কারণে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং এজেন্টের। এই মৃত্যযুকে ঘিরে পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪পরগনার কামারহাটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাত সকালেই। জানা গেছে হঠাৎই অস্বস্তি নিয়ে বমি করতে শুরু করেন তিনি। কয়েকদফা বমির পর নেতিয়ে পড়েন। কিছুক্ষন পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই ব্যক্তিকে। বিজেপির অভিযোগ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার মত পরিকাঠামো না থাকাতেই এই মৃত্যু।

এদিকে পঞ্চম দফার ভোট গ্রহণের দিনও বদলালো না চিত্র; উত্তর থেকে দক্ষিণ অশান্তির সেই ছবি। কোথাও বিজেপি এজেন্টকে মারধোরের অভিযোগ, তো কোথাও পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। কোথাও আবার তৃণমূল প্রার্থীকে বুথে ঢূকতে বাধা।

কল্যাণীর সগুনায় বোমাবাজি। বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি। বাড়ির কার্নিশে পড়ে রয়েছে তাজা কৌটো বোমা। এখনও ফাটেনি সেই বোমা, আতঙ্কে গোটা পরিবার। কাঠগড়ায় তৃণমূল। নদিয়ার শান্তিপুরের ৭১ নং বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। মিনাখাঁর শালিপুরে ৩২ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের দেখা না মেলার অভিযোগ।

এদিকে তৃণমূল প্রার্থী সুজিত বসুকে কালিন্দিতে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ কেন্দ্রীয় বাহিনী ও প্রিসাইডিংয়ের বিরুদ্ধে। মদন মিত্ররও সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে আড়িয়াদহের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে। যদিও পরে বুথে ঢোকেন মদন মিত্র। কমিশনে নালিশ জানাবেন বলে জানিয়েছেন মদন।

পাশাপাশি অশান্তির আভাস পেয়ে হেলমেট পরে বুথ পরিদর্শনে বেরিয়েছেন মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী৷ তিনি বলেন, ‘তৃণমূল এজেন্টদের মারধর করা হয়েছে৷ বিজেপি মারধর করেছে। পুলিশ, কমিশনে অভিযোগ জানিয়েছি৷’ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ২৪০,২৪১ নং বুথে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ আতঙ্কে বুথ ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন তৃণমূল এজেন্টরা। আবার বর্ধমান দক্ষিণের দুবরাজদঘিতে বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।

অশান্তির আঁচ পড়েছে উত্তরেও। ময়নাগুড়ির বালাসন এলাকায় রাতভর অশান্তির অভিযোগ ওঠে। ভয়ে সকাল থেকেই বুথমুখো হননি তৃণমূল এজেন্ট। বিজেপির বিরুদ্ধে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ করেছে শাসকদল।

রাজগঞ্জে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’, এবং ফুলবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দু’ক্ষত্রেই বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

RELATED ARTICLES

Most Popular