Homeএখন খবরকরোনায় মৃত্যুর হার রুখতে কলকাতা সহ জেলার হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত...

করোনায় মৃত্যুর হার রুখতে কলকাতা সহ জেলার হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত সামান্য কমে সুস্থতার হার বাড়লেও মৃত্যুর হার এখনও অব্যাহত। ফলে কলকাতা সহ জেলাগুলিতে করোনায় মৃত্যু সংখ্যা কমাতে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই করোনা হাসপাতালগুলিতে এইচডিইউ শয্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য দফতর তরফে একটি বিজ্ঞপ্তিতে একথাই জানানো হয়েছে। শুধু তাই নয়, একই সাথে স্বাস্থ্য দফতরের তরফে যাদবপুরের কেসি রায় টিবি হাসপাতালেও ১৩০ শয্যার করোনা হাসপাতাল চালু করার ঘোষণা করা হয়েছে।

এদিন স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে কলকাতা সহ জেলাগুলির হাসপাতাল অনুযায়ী বেড সংখ্যা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়িতে ১২টি, আলিপুরদুয়ারের তপসিখাতা আয়ুষ হাসপাতালে ১০টি, কোচবিহারে ১০টি, কালিম্পংয়ের ত্রিবেণী লজে ৬টি, বাকুঁড়ার ওন্দা সুপার স্প্যেশ্যালিটি হাসপাতালে ৪০টি, মুর্শিদাবাদে ২৪টি, শালবনি করোনা হাসপাতালে ২০টি, পাঁশকুড়া বড়মা হাসপাতালে ১০টি, ঝাড়গ্রাম নাইট শেলটারে ৫টি, সিঙুরে ২০টি, অশোকনগরে ৩০টি, কল্যাণীতে ৪০টি, কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের ৫০টি, নৈহাটিতে ৪০টি, সাগর দত্ত মেডিক্যালে ২৫টি, পানিহাটির বলরাম সেবা মন্দিরে ৪০টি, রাজারহাটের করোনা হাসপাতালে ৫০টি, NRS মেডিক্যাল কলেজে, টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালের ৫২টি, শয্যার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ৪ লক্ষের গন্ডি পেরিয়েছে। শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ৩৯৪ জন। শনিবার পর্যন্ত রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৩,৯২৮ জন। সুস্থ হয়েছেন ৪,৩৩৯ জন। পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৯.৪৬%। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৫৯,০৭১ জন। শুধু তাই নয় রাজ্যে এখনও পর্যন্ত করোনায় চিকিৎসাধীন ৩৫,০৮৮ জন।

RELATED ARTICLES

Most Popular