Homeএখন খবরগুগুল ট্রেন্ডিংয়ে উঠে এল 'দ্য খড়গপুর পোষ্ট, ' সর্বোচ্চ দ্বিতীয় স্থানে ঠাঁই...

গুগুল ট্রেন্ডিংয়ে উঠে এল ‘দ্য খড়গপুর পোষ্ট, ‘ সর্বোচ্চ দ্বিতীয় স্থানে ঠাঁই পেল খড়গপুর

নিজস্ব সংবাদদাতা: গুগুল নিউজ ট্রেন্ডিয়ে চলে এল খড়গপুর পোষ্ট। শনিবার দুপুর দুটো নাগাদ দেখতে পাওয়া গেল খড়গপুর উপনির্বাচনকে ঘিরে ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের একটি খবর প্রকাশিত হওয়ার ২ঘন্টার মধ্যেই নিউজ ট্রেন্ডয়ে চলে আসে। ‘দ্য খড়গপুর পোষ্ট’ অন লাইন নিউজ পোর্টাল হিসাবে প্রকাশিত হওয়ার মাত্র ১০মাসের মধ্যেই এই ঘটনা যা কিনা ওয়েব পোর্টালের দুনিয়ায় যথেষ্টই গৌরবের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাঁরা বিষয়টি শোনেননি তাঁদের বলে রাখা যে অন লাইনে খবর পড়তে গিয়ে গুগুল সার্চ অপশনে গিয়ে সংবাদপত্রের বা চ্যানেলের নাম লিখে অথবা খবরের শিরোনাম লিখে সার্চ করাই রেওয়াজ। কিন্ত অনেক সময় পাঠক কোন খবর পড়বেন বা এই সময় কোন খবরটি লোকে বেশি পড়ছেন, কোন চ্যানেলে বেশি সময় লোক নজর রাখছেন তা গুগুল স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্লেষন করে সার্চ করার আগেই পাঠকের কাছে পৌঁছে দেয়। একেই বলে ট্রেন্ড নিউজ যা শনিবার ‘দ্য খড়গপুর পোষ্ট’কে সামনের সারিতে তুলে এনেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ট্রেন্ড নিউজ অনুসারে নিউজ এইট্টিনের পরেই দ্বিতীয় স্থানে খড়গপুর পোষ্ট। তারপরে এই সময় সহ অন্য নিউজ চ্যানেলের স্থান পেয়েছে। ঘটনাক্রমে দ্য খড়গপুর পোষ্টের এই ট্রেন্ড নিউজটি হল এই চ্যানেলের বিশ্বাসযোগ্যতাকে ব্যবহার করে চ্যানেলের নামে ছাপা একটি লিফলেট যেখানে সমীক্ষার নামে মনগড়া একটি ফলাফল বাজারে ছেড়ে দেওয়া হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমরা সকাল থেকেই এর তীব্র নিন্দা করেছি। জানিয়েছি, দ্য খড়গপুর পোষ্ট’ এই ধরনের কোনও সমীক্ষা করেনি। আমাদের লক্ষ লক্ষ পাঠক মুহূর্তের মধ্যেই সেই খবর পড়েন। পাঠকের পরিমান এতটাই ছিল যে গুগুল ট্রেন্ডে তা উঠে আসে। আমরা কৃতজ্ঞ আমাদের পাঠকবৃন্দের কাছে যে তাঁরা এটা শুধুই নিজেরাই পড়েননি, পাশাপশি তাঁরা অন্যকে পড়ার সু্যোগ করে দিতে অনেকমাত্রায় শেয়ারও করেছেন।  এটা আমাদের অহংকারের যে শুধুই দ্য খড়গপুর পোষ্ট নয় শনিবার গুগুল ট্রেন্ডে উঠে এসেছে খড়গপুরের নাম। 

RELATED ARTICLES

Most Popular