Homeটেক আপডেটএবার গুগল ম্যাপে দেখা যাবে হুইলচেয়ারের লোকেশন

এবার গুগল ম্যাপে দেখা যাবে হুইলচেয়ারের লোকেশন

ডিজিটাল ডেস্ক: গুগল তাদের ম্যাপের মধ্যে একটি নতুন ফিচারস যোগ করতে চলেছে যার মাধ্যমে কোন কোন যায়গায় হুইলচেয়ার ব্যবহার করা যায় এমন স্থানগুলো নির্দিষ্ট করতে চায়। এজন্য নতুন একটি ফিচার খুব শীঘ্রই আনার কথা জানিয়েছে এই প্রতিষ্ঠানটি

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যহারকারীরা ম্যাপের ডিসপ্লেতে অন্যান্য গাড়ির পাশাপাশি হুইলচেয়ারের আইকনও দেখতে পাবেন। সেই আইকনটিতে ক্লিক করলে ঠিক কোন কোন যায়গায় হুইলচেয়ারের বন্দোবস্ত আছে সেই যায়গার অবস্থান জানা যাবে এবং একই সঙ্গে কোথায় বসার ব্যবস্থা আছে, রেস্ট রুম আছে সেগুলোও দেখা যাবে।

ফিচারটি প্রথম আনা হবে অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। তবে অল্প দিনের মধ্যেই এটি বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে বলে জানায় গুগল।
গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে গুগল বলেছিল, যদি এটি নিশ্চিত হয়ে যায় যে কোনো জায়গার মধ্যে যাওয়ার কোনো রাস্তা নেই বা প্রবেশপথ নেই সেই সম্বন্ধে সমস্ত তথ্যও আমরা ম্যাপের মধ্যে দিয়ে দেবো

এখনও পর্যন্ত বর্তমানে বিশ্বে ১৩ কোটি হুইলচেয়ার ব্যবহারকারী রয়েছেন যার মধ্যে গুগল ম্যাপে হুইলচেয়ার অ্যাক্সেস করা যায় এমন যায়গার সংখ্যা ১৫ মিলিয়ন

RELATED ARTICLES

Most Popular