Homeএখন খবরশুভেন্দু অধিকারীর নামে মহাযজ্ঞ খেজুরির সৎসঙ্গ আশ্রমে

শুভেন্দু অধিকারীর নামে মহাযজ্ঞ খেজুরির সৎসঙ্গ আশ্রমে

ভীষ্মদেব দাশ, খেজুরিঃ আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৩তম আবির্ভাব দিবস। কোভিড সতর্কতায় দুরত্ব বজায় রেখে দিনটি পালন করলেন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলেন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। জেলায় জেলায় শুভেন্দুবাবুর অ-গুনতি অনুগামী। তবে লকডাউন শুরুর পর তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনায় কোথাও মহাযজ্ঞ হয়েছে বলে শোনা যায়নি। প্রতিনিয়ত রাজনৈতিক ডামাডোলে শুভেন্দু অধিকারীর নামে অনেক কথা উঠছে। কিন্তু শুভেন্দু অধিকারী মানবতার পূজারী। লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। রাজনৈতিক চরিত্রের আড়ালে তিনি বহু মানুষের পাশে রয়েছেন। সর্বদা হাঁসিমুখে রাজ্যবাসীর দুঃখে হাত বাড়িয়ে রেখেছেন।তাই মন্ত্রীর মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলেন আশ্রম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আশ্রমের মাঠে শুভেন্দুবাবুর নামে যজ্ঞ করলেন একাধিক পুরোহিত। আশ্রম অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে হাতেগোনা কয়েকজন সৎসঙ্গীকে নিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন জনপ্রিয় রাজনীতিক বা মন্ত্রী নন। তিনি মানবতার পূজারী। লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। আমরা শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর সুস্বাস্থ্য ও আরও সমৃদ্ধি কামনায় যজ্ঞ করলাম।”

RELATED ARTICLES

Most Popular