Homeআন্তর্জাতিকপুজোর আগে শুক্রবার কলকাতায় রেকর্ড পতন সোনা রুপোর, দেখে নিন সোনা-রুপোর দর

পুজোর আগে শুক্রবার কলকাতায় রেকর্ড পতন সোনা রুপোর, দেখে নিন সোনা-রুপোর দর

ওয়েব ডেস্ক : গত কয়েকদিনে সোনার দামের পতনের পর বৃহস্পতিবার ভারতের বাজারে ফের দিশাহীনভাবে এগিয়েছে সোনা ও রুপোর দর। তবে শুধুমাত্র ভারতীয় বাজারেই নয়, একই সাথে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে সোনা-রুপোর দাম। মার্কিন আর্থিক স্টিমুলাস প্যাকেজের অপেক্ষা বহু বিনিয়োগকারীকেই উদ্বেগে ফেলেছে। তবে এরমধ্যে শুক্রবার ভারতের বাজারে ও কলকাতায় সোনার দাম বাড়লো নাকি কমলো এই নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। দেখে নেওয়া যাক, কোনদিক যেতে শুরু করল সোনা-রুপোর দর।

শুক্রবার এমসিএক্স গোল্ডের ডিসেম্বর ফিচারে সোনার দামের অনেকটাই পতন হয়েছে। সে অনুযায়ী, এদিন ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৫০, ৬৫৩ টাকা। চলতি মাসের তৃতীয় সপ্তাহ জুড়েই সোনা ও রুপোর দাম ক্রমশ বেড়ে চলেছে। এদিকে এদেশে গত ৭ অগাস্ট সোনার দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। সে সময় ৫৬ হাজার টাকার গণ্ডি ছাড়িয়েছিল। অক্টোবরে তা থেকে ৫,৫০০ টাকা কমেছে সোনার দাম।

শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯, ২৭০ টাকা। শুধুমাত্র ২২ ক্যারেটেই নয় একই সাথে এদিন ২৪ ক্যারেটেও কমেছে সোনার দর৷ শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দর দাঁড়িয়েছে ৫২, ২৭০ টাকা। তবে শুধুমাত্র সোনার দর নয়, একই সাথে এদিন রুপোর দামেও বেশ খানিকটা ছন্দপতন হয়েছে৷ এদিন কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬১, ৫১২ টাকা৷ এর আগে গত অগাস্টে সোনার পাশাপাশি রেকর্ড মাত্রায় পৌঁছায় রুপোর দামও। সেই সময় ১ কেজিতে রুপোর দাম দাঁড়ায় ৮০ হাজার টাকা।

RELATED ARTICLES

Most Popular