Homeএখন খবরভারতে করোনার দ্বিতীয় ঢেউ এ সবচেয়ে বেশি শিকার তরুণরা!

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এ সবচেয়ে বেশি শিকার তরুণরা!

নিউজ ডেস্ক:- ভারতে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল অবস্থা ভারতবাসীর।এই ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাবে, করোনা ভাইরাস বয়স্কদের চেয়ে তরুণদের বেশি সংক্রামিত করছে।

দিল্লির এক বিশেষজ্ঞের মতে, দেশে করোনার প্রথম তরঙ্গের সময় ভাইরাস সংক্রমণের লক্ষণগুলি দ্বিতীয় তরঙ্গের সময় পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে।

জেনস্ট্রিকস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ গৌরী আগরওয়াল রবিবার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এবার তরুণদের বয়স্কদের চেয়ে বেশি ইতিবাচক পাওয়া যাচ্ছে। এবার সংক্রমণের লক্ষণগুলি আলাদা। অনেকে শুষ্কতা, গ্যাস সম্পর্কিত সমস্যা, বমি বমি ভাব, শরীরের দুর্বলতা, চোখের লালতা এবং মাথাব্যথার অভিযোগ করেন। সবাই জ্বরের অভিযোগ করে না।

এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও বলেছেন,করোনায় আক্রান্ত নতুন রোগীদের প্রায় ৬৫ শতাংশের বয়স ৪৫ বছরের কম।

RELATED ARTICLES

Most Popular