Homeএখন খবররেশন পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য খাদ্য দফতরের, বাতিল করা হবে মৃত...

রেশন পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য খাদ্য দফতরের, বাতিল করা হবে মৃত রেশন গ্রাহকদের কার্ড

ওয়েব ডেস্ক : রেশন পরিষেবা নিয়ে আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সাধারণত কোনো রেশন গ্রাহক মারা গেলে গ্রাহকের পরিবারের তরফে তা রেশন ডিলারকে জানিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে মৃত গ্রাহকের কার্ড বাতিল করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, রেশন গ্রাহক মারা যাওয়ার পরও সেই কার্ড ব্যবহার করে রেশন নিচ্ছে মৃত গ্রাহকের পরিবার। জানা গিয়েছে, খুব দ্রুত সেই সমস্ত মানুষদের কার্ড এবার বাদ দিতে চলেছে রাজ্য খাদ্য দফতর। তবে এই সমস্ত কার্ডের গ্রাহকদের চিহ্নিত করতে স্বাস্থ্য দফতরের থেকে খুব শীঘ্রই তথ্য নিতে চলেছে খাদ্য দফতর।

জানা গিয়েছে, জেলার ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছ থেকে প্রথমে মৃত ব্যক্তিদের নামের তালিকা বের করা হবে। এরপর তা যাচাই করতে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে রাজ্য স্বাস্থ্য দফতর। তারপর হবে কার্ডগুলি বাতিলের পালা। তবে এবার আর রেশন ডিলারের মাধ্যমে নয়, খাদ্য দফতরের তরফে অনলাইনেই বাতিল করে দেওয়া হবে। জানা গিয়েছে, কার্ড পিছু মৃত গ্রাহকদের জন্য প্রতি মাসে যে খাদ্যশস্য বরাদ্দ করা হত, তা বন্ধ করে দেওয়া হবে। এবিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মৃত ব্যক্তিদের তালিকা যাতে নিয়মিত পাওয়া যায়, তার জন্য স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে।

গত কয়েকমাস ধরেই মৃত গ্রাহকদের কার্ড পিছু বরাদ্দ খাদ্যশস্য বন্ধ করতে চাইছে খাদ্য দফতর। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাতিল তো দুরের কথা মৃত ব্যক্তির কার্ডেও রেশন তুলছে পরিবার। তার ওপর লকডাউন থেকে আগামী বছর জুন অবধি বিনামূল্যে রেশন দেওয়ায় স্বাভাবিকভাবেই এই প্রবণতা আরও বেড়েছে৷ এর জেরে এবার পুরসভা ও পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরের সহায়তায় অনলাইনেই মৃত রেশন গ্রাহকদের চিহ্নিত করে কার্ড বাতিল করতে চাইছে রাজ্য খাদ্য দফতর৷

RELATED ARTICLES

Most Popular