Homeএখন খবরসাত সকালে মাঝ আকাশে ভেঙে পড়লো প্রশিক্ষণ উড়ান, ঘটনাস্থলেই মৃত ২

সাত সকালে মাঝ আকাশে ভেঙে পড়লো প্রশিক্ষণ উড়ান, ঘটনাস্থলেই মৃত ২

ওয়েব ডেস্ক: সাতসকালে আচমকা ভয়ঙ্কর একটি শব্দ!! আকাশ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আচমকা ওড়িশার বিরাসলা এয়ারস্ট্রিপে ভেঙে পড়লো গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় ওই বিমানের প্রশিক্ষক পাইলট সঞ্জয় এবং প্রশিক্ষণরত পাইলট ফতিমার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানের প্রশিক্ষক সঞ্জয় কুমার ঝা বিহারের বাসিন্দা ও প্রশিক্ষণরত পাইলট আনিস ফতিমা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

উড়িষ্যায় এই মূহুর্তে মোট ১৯টি এয়ারস্ট্রিপ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল এই বিরাসলা। মূলতঃ বাণিজ্যিক উড়ানের প্রশিক্ষণ নেন পাইলটরা।একেই করোনা তার ওপর আবার লকডাউন, এর জেরে গত ২ মাস এয়ারস্ট্রিপটি বন্ধ থাকার পর গত ১ জুনই এটি আবার চালু হয়েছিল।

ঘটনায় ওড়িশা পুলিশ সুপার বলেন, “মনে হচ্ছে ওড়ার কিছুক্ষণ পর কোনও ত্রুটি দেখা যায়। প্রশিক্ষক পাইলট সঞ্জয় কুমার ঝা এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আনিস ফতিমা মারা গিয়েছেন। কামাখ্যানগরে সাব-ডিভিশনাল হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”

দীর্ঘদিন লকডাউনের পর সদ্য খুলেছিল এয়ারস্ট্রিপ। এতদিন পর্যন্ত সেখানে ছিল ৯০ জন। বর্তমানে সেখানে ৩৭ জন রয়েছে।

RELATED ARTICLES

Most Popular