Homeএখন খবররাজ্যের প্রত্যেক মানুষকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবী নিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার

রাজ্যের প্রত্যেক মানুষকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবী নিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার

নিউজ ডেস্ক: “প্রত্যেককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে।” এই দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে শীর্ষ আদালতের কাছে দাবী জানানো হয়েছে, বর্তমানে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যে নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা অবিলম্বে বাতিল বলে ঘোষণা করুক শীর্ষ আদালত। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে৷

রাজ্যের তরফে দাবী করা হয়েছে, যেভাবে ভ্যাকসিনের দামের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি নেওয়া হয়েছে, তা বাতিল করুক শীর্ষ আদালত। পাশাপাশি, কেন্দ্রের তরফে যাতে সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হয়, সেই দাবীও তোলা হয়েছে রাজ্যের তরফে। সেখানে রাজ্যের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, “রাজ্যগুলিকে এভাবে ভ্যাকসিনের দাম নিয়ে দর কষাকষিতে নামতে বাধ্য করা যায় না। এর ফলে রাজ্যগুলিকে যেভাবেই হোক ভ্যাকসিনের জন্য অর্থ জোগাড় করতেই হবে, যার জেরে এমনিতেই চাপে থাকা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও ভেঙে পড়বে।”

অনেকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পক্ষে সওয়াল করেছেন৷গত মাস পর্যন্ত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ডোজ কিনে রাজ্যগুলিকে সরবরাহ করছিল কেন্দ্র। কিন্তু ১ মে থেকে চালু হওয়া নতুন নীতি অনুযায়ী, মোট উৎপাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ রাজ্য সরকারগুলি এবং বেসরকারি হাসপাতালগুলিকে সরবরাহ করবে দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থা, যা দিয়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়া হবে। বাকি পঞ্চাশ শতাংশ ভ্যাকসিন পাবে কেন্দ্রীয় সরকার। তারা ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া আগের মতোই চালু রাখবে৷

RELATED ARTICLES

Most Popular