Homeএখন খবরকরোনা রিপোর্ট পজিটিভ শুনে আতঙ্কেই মৃত্যু তরুণীর

করোনা রিপোর্ট পজিটিভ শুনে আতঙ্কেই মৃত্যু তরুণীর

নিউজ ডেস্ক: দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা৷ এরসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও ৷ অক্সিজেনের ও বেডের অভাব রয়েছে দেশের প্রায় সমস্ত হাসপাতালে৷ এই অবস্থায় সবার মনে একটাই ভয় যে,এই মনে হয় আমি করোনা আক্রান্ত হলাম। আর এই ভয়ের কারণেই মর্মান্তিক ঘটনা ঘটলো তেলেঙ্গনার মেদাক জেলার তুপরানে ৷ নিজের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ শুনে আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর ৷ মৃত তরুণীর নাম শ্যামলা বলে জানা গিয়েছে৷

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৩০ বছর বয়সী পোতারাজুপল্লীর বাসিন্দা শ্যামলা৷ অসুস্থতার কারণে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ তিনি করোনা আক্রান্ত, এমন আশঙ্কাই করছিলেন সকলে ৷ অবশেষে সকলের সেই আশঙ্কা সত্যি হয় ৷ শ্যামলার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, যা শোনামাত্রই আতঙ্কেই মৃত্যু হয় তরুণীর ৷ মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

পরিবার সূত্রে খবর, ৩ বছর আগে বিয়ে হয়েছিল শ্যামলার ৷ এর কিছু মাস পরই ডিভোর্স হয়ে তার। তারপরেই নিজের বাবা-মার সাথেই থাকতেন তিনি ৷

এদিকে ভারতে করোনার ভয়ঙ্কর দৃশ্য প্রকাশ পেয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা এখন দৈনিক চার লক্ষে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪,০১,৯৯৩ টি নতুন করোনার মামলা সামনে এসেছে এবং ৩,৫২৩ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ২,৯৯,৯৮৮ জনও করোনা থেকে সুস্থও হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular