Homeআবহাওয়াবাংলায় সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই; জানালো আবহাওয়া দপ্তর

বাংলায় সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই; জানালো আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। সেইসঙ্গে বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, এবারে শুধু বাড়বে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর গরমে ছেয়ে রয়েছে গোটা কলকাতা। পাঞ্জাব প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বাংলায় সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বর্তমানে।

বাংলার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ ভাগ কোনদিকেই বর্তমানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার উত্তর এবং দক্ষিণে বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই। এমনকি আগামী ৫ দিন ধরে দিনের বেলার তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন নাও হতে পারে।

আজ সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছুটা আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে সকাল থেকেই কেমন একটা গুমোট ভাব। চৈত্রের রোদের তাপেই প্রাণ ওষ্ঠাগত বাঙালির। চায় একটু বৃষ্টির ছোঁয়া। এখনই কেমন যেন গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular