Homeরাজ্যউত্তরবঙ্গঅক্সিজেনের ঘাটতি মেটাতে এবার পশ্চিমবঙ্গের জেলায় তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল

অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার পশ্চিমবঙ্গের জেলায় তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল

নিউজ ডেস্ক: অক্সিজেনের ঘাটতি কমাতে এবার পশ্চিমবঙ্গের সব জেলায় তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল। জানা গিয়েছে, অসুস্থ করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হবে সেখানেই। প্রয়োজন হলে তবেই তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হবে। নয়া এই সিদ্ধান্তে একদিকে যেমন গ্রামাঞ্চলের রোগীদের মৃত্যুর মুখ থেকে ফেরানো যাবে, তেমনই কাজে লাগানো যাবে গ্রামীণ চিকিৎসকদেরও।

প্রসঙ্গত উল্লেখ্য, চিকিৎসকেরা ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বলছেন। আর এবার করোনা অতিমারীকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ আখ্যা দিয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্স বা আইআইএলডিএস তৈরি করতে নামছে এই ফিল্ড হাসপাতাল।

পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় প্রথম ফিল্ড হাসপাতাল তৈরি হচ্ছে বীরভূমের লাভপুরে বলে জানা গিয়েছে। এরপর ধীরে ধীরে বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহল এবং দুই ২৪ পরগনাতেও তৈরি হবে এই ধরনের হাসপাতাল বলে জানা যাচ্ছে।

এই বিষয়ে আইআইএলডিএস এর কর্ণধার ডা. অভিজিৎ চৌধুরী জানান, প্রতিটি এই ফিল্ড হাসপাতালে থাকবে ২০ টি করে বেড। প্রতিটি বেডের সঙ্গে থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা। তিনি আরও জানান, এই হাসপাতালগুলোয় প্রাথমিক চিকিৎসার জন্য কাজে লাগানো হবে গ্রামীণ চিকিৎসকদের। থাকবে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, স্বাস্থ্য কর্মীরাও। এছাড়া, গ্রামীণ চিকিৎসকদের সমস্ত প্রশিক্ষণ দেবেন শহরের কোভিড বিশেষজ্ঞ ডাক্তাররা।

RELATED ARTICLES

Most Popular