Homeএখন খবরএবার পশ্চিমবঙ্গও কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরানোর উদ্যোগ নিল, তদারকিতে স্বয়ং মূখ্যমন্ত্রী

এবার পশ্চিমবঙ্গও কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরানোর উদ্যোগ নিল, তদারকিতে স্বয়ং মূখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন আরও কতদিন স্থায়ী হবে এখুনি বলা মুশকিল। সোমবার মূখ্যমন্ত্রীদের সংগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী স্পষ্ট করেননি কিছুই। তবে বেশির ভাগ রাজ্যই নাকি লকডাউন আর না বাড়ানোর পক্ষেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শরীরি ভাষা বলছে ২১মে অবধি বাড়তে পারে লকডাউন। সুতরাং লকডাউন দীর্ঘস্থায়ী হচ্ছে ধরে নিয়েই রাজস্থানের কোটায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির পাঠ নিতে যাওয়া পড়ুয়াদের ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
সরকারের কাছে যা তথ্য রয়েছে সেই হিসাবে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে গিয়ে রাজস্থানের কোটায় এ রাজ্যের প্রায় ৫০০০ পড়ুয়া আটকে পড়েছেন। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও নিজেদের ছবি আপলোড করে রাজ্য সরকার তথা মূখ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানাচ্ছিলেন। জানাচ্ছিলেন তাঁদের দুরবস্থার কথা। বলছিলেন তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করার জন্য। অবশেষে সেই আবেদনে সাড়া দিলেন মূখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এ দিন আশ্বাস দিয়েছেন, ‘‘কোটায় আটকে পড়া পড়ুয়ারা শীঘ্রই রাজ্যে ফেরা শুরু করবেন।’’
অবশ্য শুধুই পড়ুয়াদের নয়, মূখ্যমন্ত্রী বলেছেন, ভিন রাজ্যে আটকে পড়া সবার জন্যই ভাবছে সরকার। সোমবার এক ট্যুইট বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করবে রাজ্য সরকার। সংশ্লিষ্ট আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দিয়েছি। আমি যতক্ষণ এখানে আছি, বাংলার কেউ যেন অসহায় মনে না করেন। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি।’’
তিনি নিজে বিষয়টির তদারকি করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘সবাই যাতে সব রকম সাহায্য পান, তার জন্য যা কিছু করা সম্ভব, তার কোনওটাই ছাড়া হবে না। আমি নিজে বিষয়টির তদারকি করছি। পরিকল্পনা শুরু হয়েছে।’’ উল্লেখ্য ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকার কোটা থেকে তাঁদের পড়ুয়াদের ফেরাতে শুরু করেছে। উত্তরপ্রদেশের যোগী সরকার পাঠিয়েছিল ৩০০টি বাস। এবার সেই পথেই পশ্চিমবঙ্গ সরকার।

RELATED ARTICLES

Most Popular