Homeএখন খবরপর পর তিনদিন ঊর্ধ্বমুখী সোনা- রুপো বুধবার কলকাতায় রেকর্ড হারে বাড়লো সোনার...

পর পর তিনদিন ঊর্ধ্বমুখী সোনা- রুপো বুধবার কলকাতায় রেকর্ড হারে বাড়লো সোনার দর

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে কলকাতায় রেকর্ড হারে বাড়ছিল সোনা এবং রুপোর দাম। এদিকে সামনেই ধনতেরাস, নিয়ম অনুযায়ী অনেকেই সোনা কিংবা রুপোর ধাতু কেনেন। ফলে অগাস্ট মাসের মতো ফের সোনা-রুপোর দাম আকাশ ছোঁয়া হবে কিনা স্বাভাবিকভাবেই তা নিয়েই চিন্তিত রয়েছেন সাধারণ মানুষ। সোমবারের পর মঙ্গলবারও বেড়েছে সোনার দর। এদিন কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার টাকা।

এদিকে শুধুমাত্র কলকাতা নয়, সেই সাথে তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কি হবে তা স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তার স্থির করা দামের উপর ভিত্তি করেই শহরাঞ্চলের গয়নার দোকানগুলি তাদের মূল্য স্থির করে। রবিবার কলকাতায় ২২ ক্যারেট গয়না ৮ গ্রাম সোনার দাম ৪০,০০০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০,০০০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি এদিন কলকাতায় ২৪ ক্যারেট খাঁটি সোনার দামেও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে৷ এদিন ৮ গ্রাম সোনার দাম ৪০৮০০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১০০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১০০০০ টাকা

সোনার পাশাপাশি রবিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬১.৯০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৯৫.২০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬১৯ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬১৯০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬১৯০০ টাকা। তবে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি এদিন একাধিক রাজ্যে সোনা এবং রুপোর দাম এক এক রকম। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular