Homeএখন খবরদাঁতনে তৃনমূল কর্মীদের ওপর হামলার আভিযোগ বিজেপির বিরুদ্ধে, গোষ্টিদ্বন্দ্ব, দাবি বিজেপির

দাঁতনে তৃনমূল কর্মীদের ওপর হামলার আভিযোগ বিজেপির বিরুদ্ধে, গোষ্টিদ্বন্দ্ব, দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতা: বিজেপি কর্মীদের হামলায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৫জন তৃনমূল কর্মী আহত হয়েছেন যার মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের আভিযোগ রাজ্যর তিন উপনির্বাচনে পরাজয়ের পর হতাশা থেকেই এই হামলা করেছে বিজেপি। এলাকায় সন্ত্রাস কায়েম করার উদ্দেশ্য নিয়েই বিজেপি এই কাজ করছে এমনটাই দাবি মোহনপুর  তৃণমূলের যুব সহ সভাপতি প্রদ্যোত দাসের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে এই আভিযোগ তুলে আজ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। এরকমই একটি মিছিল বেরিয়েছিল দাঁতনের ঘোলই এলাকায়। আভিযোগ সেই মিছিল থেকেই বেছে বেছে হামলা চালানো হয় তৃনমূল কর্মী সমর্থকদের ওপর। আহত এক তৃনমূল কর্মী দাবি করেছেন কোদালের বাঁট দিয়ে পেটানো হয়েছে তাঁকে। যন্ত্রণায় দুটো হাত তুলতেই পারছেননা তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনায় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত দুই তৃনমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক, স্ক্যান করতে হবে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপি অবশ্য জানিয়েছে, তাদের মিছিলের পথ আটকে ছিল একদল তৃনমূল সমর্থক কিন্তু অন্য একদল সেই মিছিলকে সহযোগিতা করায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। তাদের মিছিল চলে আসার পরেই এই ঘটনা ঘটে এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। ঘটনারা পর এলাকা উত্তপ্ত রয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

RELATED ARTICLES

Most Popular