Homeএখন খবররশেবশে তৃনমূল নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি ভ্যাকসিন জালিয়াত দেবাঞ্জনের! মন্ত্রীর সঙ্গে নাম...

রশেবশে তৃনমূল নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি ভ্যাকসিন জালিয়াত দেবাঞ্জনের! মন্ত্রীর সঙ্গে নাম সরকারি ফলকেও, ভ্যাকসিনের সিন্ডিকেট বললেন দিলীপ

দেবাঞ্জন দেব

নিজস্ব সংবাদদাতা: যত সময় যাচ্ছে ততই কসবার জাল ভ্যাকসিন কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য তার মধ্যে একটি তথ্যে দেখা যাচ্ছে তৃনমূলের একটি অংশের এই কাণ্ডে যুক্ত ধৃত দেবাঞ্জন দেবের প্রগাঢ় সখ্যতা। যে সখ্যতার জেরে তিনি অনায়াসে ঠাঁই পেয়েছেন নেতা মন্ত্রীদের সঙ্গে এক মঞ্চে এমনকি উদ্বোধনী ফলকেও! আর যা থেকে বিরোধীদের বক্তব্য শাসকের মদত ছাড়া দেবাঞ্জন দেব এই জালিয়াতি করতে পারতেননা। সম্প্রতি এরকমই একটি টুইটার ফটো প্রকাশ্যে এসেছে ধৃত দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী তাপস রায় ও জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সির ছবি।

দেবাঞ্জনের সাথে ভ্যাকসিন শিবিরে মিমি

জানা গেছে ছবিটি গতবছরের ৩রা ডিসেম্বরের যা কিনা দেবাঞ্জন নিজেই ট্যুইট করেছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের নামজাদা নেতা পরিবেষ্ঠিত হয়ে বসে রয়েছেন তিনি। কী ভাবে নেতা-মন্ত্রীদের কাছাকাছি তিনি পৌঁছলেন, উঠছে সেই প্রশ্ন। মনে করা হচ্ছে স্থানীয় স্তরের তৃনমূল নেতাদের সঙ্গে দেবাঞ্জন এমনই সখ্যতা গড়ে তুলেছেন যে তাঁদের মদতেই বিভিন্ন আয়োজক সংস্থাকে ম্যানেজ করে দেবাঞ্জন পৌঁছে যেতেন নেতা মন্ত্রীদের কাছে। নিজেকে একজন IAS পরিচয় দিয়ে দেবাঞ্জন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে একটি উদ্বোধনী অনুষ্ঠানের ফলকে নিজের নামও তুলে ফেলেছিলেন বলে দেখা যাচ্ছে।

সেই নাম ফলক, সৌজন্যে এবিপি আনন্দ

ফিরহাদ হাকিমের সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তৃনমূল নেতা তাপস রায় ও মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ। তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে তাঁর নাম দেখা গিয়েছে! বিষয়টি সামনে আসার পর শোরগোল পড়ে যায়। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে ফলকে নাম রয়েছে দেবাঞ্জনের ! এখানে তালতলার ত্রিপুরা শঙ্করসেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের সঙ্গে জালিয়াতি করেছেন দেবাঞ্জন। আর তাদের ম্যানেজ করেই ২৬ ফেব্রুয়ারি তালতলায় ৫৩ নম্বর ওয়ার্ডে শীতলামন্দিরের কাছে কবিগুরুর মূর্তির উন্মোচন অনুষ্ঠানের ফলকে ফিরহাদ হাকিমের খোদিত নামের নিচেই মুখ্য উপদেষ্টা হিসাবে নাম রয়েছে দেবাঞ্জন দেবের। তার পদ হিসাবে উল্লেখ রয়েছে- পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব। জানাজানির পর দেবাঞ্জন দেবের নামটি কালো কালি দিয়ে মোছার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে দাবি করে বলেন, ‘সবাই সব জানত। এতদিন অন্যান্য জিনিসের সিন্ডিকেট চলতো। এখন ভ্যাক্সিনের সিন্ডিকেট চলছে। রাজ্যে ভ্যাকসিনের কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে কেন? তৃণমূল যেখানে আয়োজন করবে সেখান থেকেই টিকা নিতে হবে। হাজার টাকা করে দিতে হবে ভ্যাকসিন পিছু। এর মধ্যে নেতা-এমএলএ এমপি, সবার হাত যুক্ত আছে। সবার চোখের সামনে এতদিন ধরে ভুয়ো শিবির চলছে প্রশাসন কিছু জানেই না? এই ঘটনা সাজানো। তৃণমূলের লোকই যুক্ত আছে টিকার কালোবাজারিতে।

উল্লেখ্য সরকারি নথি জাল করে ভুয়ো IAS পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। মঙ্গলবার কসবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেসন ড্রাইভের আয়োজন করা হয়। সচেতনতা প্রচারে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমি চক্রবর্তীকেও। সেই ক্যাম্পে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো IAS অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন।

RELATED ARTICLES

Most Popular