Homeএখন খবরপ্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে দুই মেদিনীপুরেই হামলা বিজেপি কর্মীদের ওপর! আহত...

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে দুই মেদিনীপুরেই হামলা বিজেপি কর্মীদের ওপর! আহত একাধিক কর্মী, জায়গায় জায়গায় ছেঁড়া হল ফ্লেক্স

অশ্লেষা চৌধুরী: ফিরল মাস খানেক আগে বিজেপি সভাপতি নাড্ডার সফরে সেই হামলা চালানোর কলঙ্কিত স্মৃতি। এবার খোদ প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে হামলার শিকার হলেন বিজেপি কর্মীরা। রক্তাক্ত এবং আহত হলেন একাধিক কর্মী।বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘটেছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃনমূল কংগ্রেসের কর্মীদের দিকেই যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

জানা গেছে এদিন হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভার যাওয়ার পথে মেদিনীপুর শহরের ধর্মা এলাকাতে বিজেপি কর্মী ভর্তি বাসে হামলার ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১ টা নাগাদ ৷ বিজেপির অভিযোগ -তৃণমূলের কর্মীরা তাদের বাসে হামলা করেছে ৷  এই হামলার ঘটনায় দুটি বাস ভাঙা হয়েছে ৷ বাসের ভেতরে থাকা প্রায় ৪ জন বিজেপি কর্মী জখম হয়েছেন ৷ ঘটনার পরেই উত্তেজিত বিজেপি কর্মীরা সেই স্থানে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে দেয় ৷ বেশ কয়েকঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় ৷

বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন- কেশপুর ও ঘাটাল থেকে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সভাতে যোগ দিতে যাচ্ছিলেন ৷ রাস্তায় তৃণমূলের মিছিলে থাকা তৃণমূলের কর্মীরা লাঠি ও পাথর দিয়ে বাসে হামলা করেছে ৷ তাতে বাসের ভেতরে থাকা কর্মীরাও জখম রক্তাক্ত হয়েছে ৷ পুলিশের সামনেই তৃণমূলের কর্মীরা এই হামলা করলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি ৷ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ৷ তিনি বলেন-মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷ পরিকল্পিত নাটক মাত্র ৷ রাস্তায় যাওয়ার সময় রাস্তার পাশে চা দোকানে থাকা লোকজনকে দেখে কুমন্তব্য করেছিল বিজেপি কর্মীরা ৷ তাই তারাই হয়তো জবাব দিয়েছে ৷ এতে তৃণমূলের কোনো ভূমিকা নেই ৷

এই একই ঘটনার খবর মিলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে
অভিযোগ নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলা করেছে তৃণমূলের কর্মীরা। আহত হয়েছেন ৫ বিজেপি কর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।গেরুয়া শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে দলের প্রস্তুতি বৈঠক চলাকালীন রড-বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে শাসক শিবিরের দাবী, বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বের জেরে এই ঘটনা।নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর এই হামলা ও অশান্তি প্রসঙ্গে অবশ্য শাসক শিবিরের নেতা-কর্মীদের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন বঙ্গ বিজেপি সভাপতি। বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী, তৃণমূলের যুব নেতা ইঞ্চিতে-ইঞ্চিতে দেখে নেব, বুঝে নেব বলে উস্কানি দিচ্ছেন, এধরনের ঘটনা তারই পরিণতি।‘

রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী সভা করবেন, তাই প্রধানমন্ত্রীর সভার সমর্থনে নন্দকুমার হাই রোডের একাধিক এলাকায় লাগানো হয় ফ্লেক্স। সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শনিবার রাতের আঁধারে ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই নিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে জানানো হয়েছে দুপুর ৩টে ১০-এ কলকাতায় নামবে তাঁর বিমান। সেখান থেকে কপ্টারে চড়ে যাবেন হলদিয়ায়। প্রথমে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন ও হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এরপর সন্ধ্যেয় কলকাতা ফিরে রাতেই দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তবে হলদিয়ার সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।

RELATED ARTICLES

Most Popular