Homeএখন খবরভাঙন অব্যহত গড়বেতায়, বিজেপি ছেড়ে তৃণমূলে কয়েক' শ কর্মী সমর্থক

ভাঙন অব্যহত গড়বেতায়, বিজেপি ছেড়ে তৃণমূলে কয়েক’ শ কর্মী সমর্থক

গড়বেতায় শুক্রবার 

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় কয়েকশ বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হল জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা নতুনবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ওই সভাতেই তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপি সমর্থকরা। সভায় অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, এলাকার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ প্রমূখরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সভাতেই স্থানীয় বিজেপি নেতা পূর্ণ  বাস্কে ,শ্যামল টুডু, কৃষ্ণ  দুলে ,দেবু টুডু, সুশান্ত সমন্ত ,সম্রাট দুলেও সমীর অধিকারী র নেতৃত্বে প্রায় কয়েকশ বিজেপি কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানানো হয়েছে । মাইতি জানান, ” যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানান এবং তৃণমূল কংগ্রেসে তাদের সকলকে যোগ্য  সম্মান দেওয়া হবে বলে তিনি জানান ।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শ্যামল টুডু বলেন, ” আমরা ভেদাভেদ চাইনা ,আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা প্রত্যেকেই একসাথে বসবাস করতে চাই। তাই অনেক আশা নিয়ে আমরা বিজেপি দলে যোগদান করেছিলাম ,কিন্তু বিজেপির বিভাজনের রাজনীতি আমরা মন থেকে মেনে নিতে পারি না। তাই শুক্রবার আমরা সকলেই বিজেপি দল ছেড়ে তৃণমূলে এলাম।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে গড়বেতার এক বিজেপি নেতা জানান, ”ক্ষমতায় আসিনি আমরা, শুধু লোকসভায় লিড নিয়েছিলাম। তাতেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছিল আমাদের কিছু নেতার। তৃণমূলের স্টাইলে তোলা নেওয়া, দাদাগিরি শুরু করেছিল। ওদের মানুষ এত ঘৃনা করছিলেন যে স্বস্তি পাচ্ছিলনা বিজেপিতে থাকতে। ওনারা ওনাদের যোগ্য জায়গায় গেছেন।” 

RELATED ARTICLES

Most Popular