Homeএখন খবরতৃনমূল সাফ হয়ে যাবে, বিজেপিতে যোগ দেওয়ার আগেই বললেন শিশির! পতাকা ছাড়াই...

তৃনমূল সাফ হয়ে যাবে, বিজেপিতে যোগ দেওয়ার আগেই বললেন শিশির! পতাকা ছাড়াই যোগ অমিত শাহের মঞ্চে

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর থেকে তৃনমূল দলটা মুছে সাফ হয়ে যাবে বলে জানিয়ে দিলেন শিশির অধিকারী। রবিবার কাঁথির শান্তিকুঞ্জ থেকে এগরার বালিঘাইয়ে অমিত শাহের জনসভায় যাওয়ার পথে এমনই পর্যবেক্ষণ রেখে গেলেন সাংবাদিকদের কাছে। বললেন, “আমরা ফুটপাতের মানুষ, ফুটপাত থেকেই লড়াই করেছি। ফের ফুটপাত থেকেই লড়াই শুরু করতে হবে। আর তৃনমূল দলটা পুরো মেদিনীপুর থেকেই সাফ হয়ে যাবে।”

এদিন এগরার ওই জনসভা থেকেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন কাঁথির এই বর্ষীয়ান নেতা এবং ক্ষোভ প্রকাশ করে বললেন, “আমাদের জোর করে বিজেপিতে ঠেলে পাঠিয়ে দেওয়া হল।’ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারী ও তাঁর পরিবারের আদ্যশ্রাদ্ধ করা হচ্ছিল। নিত্য আক্রমণ করা হয়েছে কটূ কথায়। শিশির অধিকারী দলের জেলা সভাপতি ছিলেন, তা থেকে সরিয়ে তাঁকে চেয়ারম্যান করা হয়েছিল। ছিলেন সাংসদও। কিন্তু তাঁর পরিবারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তিনি আর তৃণমূলে সক্রিয় হতে পারেননি।

যদিও এদিন তৃনমূলের সঙ্গে দীর্ঘ ২৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপির মঞ্চে যাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে তিনি গেরুয়া পতাকা তুলে নেননি। অমিত শাহের মঞ্চে উপস্থিত থেকে নিশানা করেছেন মমতাকে। সন্দেহ প্রকাশ করেছেন আদৌ মুখ্যমন্ত্রীর পা ভেঙেছে কিনা সেই বিষয় নিয়েও।
তবে কেন মঞ্চে গেরুয়া পতাকা নেননি এর ব্যাখ্যাও দিয়েছেন শিশির। পতাকা না নেওয়ায় অনেকের হয়ত ধন্দ তৈরি হয়েছে মনে করে সেই ধন্দ নিজেই সরিয়ে দিয়েছেন শিশির অধিকারী। তিনি মঞ্চ থেকে নেমেই বলে দিলেন আমাকে ঠেলে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হল। আর বিজেপিতে নতুন করে যোগদানেরই বা কী আছে, শুভেন্দু যেদিন বিজেপিতে যোগদান করেছে, সেদিনই তো যোগদান হয়ে গিয়েছে আমারও।”

তিনি শুভেন্দুর প্রতি আস্থা প্রদর্শন করেছিলেন আগেও। শুভেন্দু বিজেপিতে যাওয়ার আগেও বারবার বলেছিলেন, সুস্থ আলোচনা হোক শুভেন্দুর সাথে দলীয় নেতৃত্বের। বলেছিলেন শুভেন্দুর প্রতি ব্যক্তিগত আক্রমণ, কুৎসা না করে সমাধানে আসুক দল। তারপরও অনিবার্য হয়ে উঠেছিল শুভেন্দুর শিবির ত্যাগ। নন্দীগ্রামে শুভেন্দু দাঁড়ানোর পর বলেছিলেন প্রচারে যাবেন ছেলের হয়ে।

এরপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৮২ বছর বয়সে দলবদল করলেন। জল্পনার অবসান ঘটিয়ে একুশের নির্বাচনের আগে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। তবে সবুজ শিশির গেরুয়া পতাকা নিলেন না। বিজেপির পতাকা ছাড়াই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের পেছনে কী কোনও বার্তাও রেখে গেলেন মমতা ব্যানার্জীর জন্য?

RELATED ARTICLES

Most Popular