Homeপ্রযুক্তিআপনার মোবাইল ফোন দিয়েই দেখুন আমফানের অবস্থান, দেখুন কিভাবে

আপনার মোবাইল ফোন দিয়েই দেখুন আমফানের অবস্থান, দেখুন কিভাবে

ডিজিটাল ডেস্ক: এ মুহূর্তে সবাই জানতে ইচ্ছে করছে যে এখন আমফান কোথায় রয়েছে। ঠিক কতক্ষণ পরে এই ঝড়টি আছড়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আপনাদেরকে কিছু ওয়েবসাইট বলবো যেগুলোর মাধ্যমে আপনারা আমফান এর সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন। এই ঝড়টিকে আপনারা এইসমস্ত ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন যে কোথায় আছে। জেনে নিন কী সেই ওয়েবসাইটগুলি

Accuweather – এই ওয়েবসাইটির জনপ্রিয় ওয়েবসাইট অধিকাংশ ফোনেই এই ওয়েবসাইট থেকে আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়া হয় তবে শুধু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান বায়ুর গতিবেগ আর কোন দিক হয়ে ঘূর্ণিঝড়টি যাচ্ছে সমস্ত তথ্য জানা যাবে এই ওয়েবসাইট থেকে।

Windy‍ – এই ওয়েবসাইটি একটি জনপ্রিয় ওয়েবসাইট সাধারণ আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইটের মধ্যে আপনি পাবেন এই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন আমফান এখন কোথায় আছে।

cyclocane.com – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি এই ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে পারবেন। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। আমফান-এর গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘tropical cyclone Amphan’ লিঙ্কটিতে ক্লিক করুন।

সুপার সাইক্লোনে এখন প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ো হাওয়া বইছে৷ আমফান এখন দীঘা থেকে মাত্র ১৫০ কিমি দূরে অবস্থান করছে এবং পারাদ্বীপ থেকে ১২০ কোটি কিমি দূরে অবস্থান। রাজ্যের সাতটি জেলাগুলিতে এই ঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সরকার থেকে ইতিমধ্যে চার লক্ষ মানুষকে নিরাপদ স্থানের মধ্যে সরানো হয়েছে। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান

RELATED ARTICLES

Most Popular