Homeঅন্যান্যকেন্দ্রীয় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে,ব্যবসা বনধের ডাক উত্তরবঙ্গে

কেন্দ্রীয় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে,ব্যবসা বনধের ডাক উত্তরবঙ্গে

নিউজ ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারী উত্তরবঙ্গ জুড়ে ব্যাবসা বন্ধ রাখতে চলেছেন ব্যাবসায়ীরা।কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে অসন্তুষ্ট ব্যবসায়ীরা।অভিযোগ বড় ব্যবসায়ীদের অসুবিধা না হলেও এই বাজেটে সমস্যায় পড়ছেন মাঝারি ও ছোট ব্যবসায়ীরা।বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের ফাইন করা হচ্ছে।যা নিয়ে ইতিমধ্যেই ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ইষ্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর তরফে সুরজিত পাল জানান,এই নতুন বাজেট তাদের কাছে ফাঁসির দড়ির মত।শ্বাসরোধ হয়ে আসছে তাদের।

তিনি আরও জানান, ইষ্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর শিলিগুড়িতে ২২টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই বনধে সামিল হবে।গোটা উত্তরবঙ্গ জুড়েই এই বনধ চলবে ২৬ ফেব্রুয়ারী।

এই একদিনের বনধে শিলিগুড়ি শহরে প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হবে।

কেন্দ্রীয় বাজেটে বিমাক্ষেত্রে প্রত্যক্ষবিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ যদি আসে, তাহলে ভারতীয় বিমা সংস্থার বেশিরভাগ অংশিদারিত্ব চলে যাবে বিনিয়োগকারী সংস্থার হাতেই। সে ক্ষেত্রে নীতি নির্ধারণের বিষয়ে প্রাধান্য পাবে সেই বিদেশি সংস্থার মত।
এতে বড় বড় কোম্পানিগুলোর লাভ হবে।কিন্তু মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular