Homeএখন খবরনিয়ম ভাঙায় পুলিশের গাড়িতেও কাঁটা ট্রাফিক সার্জেন্টের, খুশি ঝাড়গ্রাম

নিয়ম ভাঙায় পুলিশের গাড়িতেও কাঁটা ট্রাফিক সার্জেন্টের, খুশি ঝাড়গ্রাম

                
নিজস্ব সংবাদদাতা: পুজোর সময় থেকেই পুরোদস্তুর ট্রাফিক আইন কার্যকর হয়েছে ঝাড়গ্রাম শহরে। ট্রাফিক নিয়ন্ত্রন আলো লেগেছে পাঁচ মাথার মোড় আর সেটেলমেন্ট মোড়ে । আরও কয়েকটি জায়গা চিহ্নিত করার কাজ চলছে।যত্রতত্র পার্কিংয়ের ওপর আছে নিষেধাজ্ঞা। কিন্তু পুলিশ গাড়ি বলে রয়েছে ডোন্ট কেয়ার ভাবও ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চোখে লাগত সাধারন মানু্ষেরও। কিন্তু পুলিশ বলেই নিয়ম মানবেনা এটাই  দেখে অভ্যস্ত সাধারন মানুষ। শুক্রবার মানু্ষের সেই অভ্যস্থ চোখই চমকে উঠল এক ট্রাফিক সার্জেণ্টের আচরনে। যার অভিনবত্ব  আলোচনার বিষয় এই মুহুর্তে ঝাড়গ্রাম শহরে। ব্যাস্ত সময় সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকায় যানজট ঠেকাতে পাঁচমাথার মোড় থেকে সেটেলমেন্ট মোড় পর্যন্ত ফুটপাতে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে বা যারা এই সময় গাড়ি রাখেন তাদের কে সরিয়ে নিতে বলা হয়। না শুনলে কাঁটা লাগিয়ে ফাইন করা হয়। তবে পুলিশের গাড়ি থাকলে সে ক্ষেত্র মাপ। তবে আজ আর তা হয়নি। পুলিশের ব্যাবহৃত গাড়ি টিকে সেখান থেকে সরতে বলা হলেও কর্নপাত করেনি ড্রাইভার। পুলিশে গাড়ি কি অার করবে।কিন্তু সবাই কে অবাক কর সেই গাড়িতেও কাঁটা লাগিয়ে দেন কর্তব্য রত ট্রাফিক কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ট্রাফিক সার্জেন্টের সাফ জানিয়ে দিলেন, ” অপ্রয়োজনে  কোনো কাজ করলে সেটা অাইনত দিক থেকে একই ভাবে দোষি। নিজের কাজে ঐ গাড়ি ঐ স্থানে দাড়িয়ে অসুবিধা সৃষ্টি  করছিলেন চালক । সেখানো কোনো ডিপার্টমেন্টের কাজ ছিলোনা। তাই তার জন্যও একই  নিয়ম মানা হয়েছে। এর বেশী কিছু বলতে পারবো না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে যাই হোক না কেনো এই ঘটনা স্থানীয় মানুষ কে যথেষ্ট নাড়া দিয়েছে তা বলাই বাহুল্য। পুলিশের গাড়ি যদি আটক হয় তাহলে সাধারন মানুষের তো হবেই। তাই অবাধ্য অনেক গাড়িই আজ সচেতন। যা ঝাড়গ্রামের সাধারন মানুষ কে খুশি করেছে।

RELATED ARTICLES

Most Popular