Homeএখন খবরনদীতে মাঝধরতে গিয়ে কাকদ্বীপ মৎস্যবন্দরে ট্রলার বিস্ফোরণ, গুরুতর জখম ১

নদীতে মাঝধরতে গিয়ে কাকদ্বীপ মৎস্যবন্দরে ট্রলার বিস্ফোরণ, গুরুতর জখম ১

ওয়েব ডেস্ক : মাছ ধরতে গিয়ে হাইটেনশন তারে ট্রলারের ওয়ারলেস অ্যান্টেনা লেগে ভয়ঙ্কর অগ্নিকান্ড৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মৎস্যবন্দরে। সোমবার সকালে মাঝ ধরতে যাওয়ার সময় আচমকা ১১ হাজার কেভির হাইটেনশন তারে ট্রলারের ওয়ারলেস অ্যান্টেনাটা লাগে। সেই সময় শর্ট সার্কিট হয়ে ট্রলারটিতে আগুন ধরে যায়। ঘটনায় গুরুতর জখম হন এক মৎস্যজীবী। তিনি ইতিমধ্যেই কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, সোমবার সকালে স্টিমার ঘাট থেকে কালনাগিনী নদীতে কালীনগরের দিকে একটি মাছ ধরার ট্রলার যাচ্ছিল। ট্রলারটিতে বরফ, জ্বালানি তেল ভরতি করে মোট ১৫ জন মৎস্যজীবী মাছ ধরতে যাচ্ছিল৷ এদিকে কাকদ্বীপ মৎস্যবন্দরের কাছেই কালনাগিনী নদীর উপর দিয়েই গিয়েছে ১১ হাজার কেভির হাইটেনশন তার। যেহেতু জোয়ারে সময় জল অনেকটাই বেড়ে যায় তাই সেই সময় নদীপথের ওই এলাকা পার হওয়ার সময় যাতে হাইটেনশন তারে না লাগে তার জন্য জন্য ট্রলারে লাগানো ওয়ারলেস অ্যান্টেনা খুলে নিতে হয়। কিন্তু এদিন ভুলবশত অ্যান্টেনাটি খুলতে ভুলে যায় ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ফলে তারের নীচ দিয়ে ট্রলারটি যাওয়ার সময় সেটি ওই হাইভোল্টেজ তারে লেগে যায় এবং সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে অ্যান্টেনার সঙ্গে সংযোগ থাকা ট্রলারের ভিতরের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। তার ওপর ট্রলারের ভিতরে জ্বালানি ডিজেল থাকায় আগুনের সংস্পর্শে এসে দাউদাউ করে আগুন জ্বলতে ছড়িয়ে পড়ে ট্রলারে।

এবিষয়ে কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ট্রলারটিতে ১৫ জন মৎস্যজীবী ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রলারটিতে থাকা মৎস্যজীবীদের মধ্যে ১৪ জনই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। কিন্তু একজন মৎস্যজীবী ঝাঁপ দিতে না পেরে বিস্ফোরণে গুরুতর জখম হন। এরপর তাঁকে দ্রুত কাকদ্বীপ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এদিকে বিস্ফোরণের খবর পেয়েই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ট্রলারের আগুন নেভায়।

ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা তার‍টিতে লাগার সঙ্গে সঙ্গেই ট্রলারটি নিমেষেই ভয়াবহ আকার ধারণ করে। এর জেরে কারো পক্ষেই সহজে ট্রলারের ধারে কাছে ঘেঁষা সম্ভব হয়নি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ট্রলারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন একটু থিতু হতেই স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের তরফে দ্রুত উদ্ধারকার্যে নেমে ট্রলার থেকে মাঝ নদীতে ঝাঁপিয়ে পড়া মৎস্যজীবীদের উদ্ধার করেন। এরপর ট্রলারটিতে আটকে পড়া মৎস্যজীবীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

RELATED ARTICLES

Most Popular