Homeএখন খবরহাইভোল্টেজ সভা সেরে ফেরার পথে তৃণমুল-বিজেপি সংঘর্ষ,রণক্ষেত্র বাঁকড়া

হাইভোল্টেজ সভা সেরে ফেরার পথে তৃণমুল-বিজেপি সংঘর্ষ,রণক্ষেত্র বাঁকড়া

নিউজ ডেস্ক : ডুমুরজলার সভা সেড়ে ফেরার পথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বাঁকড়া। ঘটনায় গুরুতর আহত তিন বিজেপি কর্মী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ। আহত বিজেপি কর্মীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে আসেন হাসপাতালে বিজেপি নেতৃত্ব।

ডুমুরজলায় বিজেপির সভা শেষে বাড়ি ফিরছিলেন দলীয় কর্মীরা। জানা যায়, বাঁকড়ার কাছে একটি মিছিলে পা মেলাচ্ছিল তৃণমূলের কর্মীরা। সেই সময় তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের কটুক্তি করা হয় বলে অভিযোগ। এরপরেই বচসা শুরু হয়। যা পরবর্তীতে কার্যত ব্যাপক সংঘর্ষের আকার নেয়।

বিজেপির অভিযোগ, বাঁকড়ার কাছে তৃণমূলের দলীয় পতাকা হাতে কয়েকজন আক্রমণ করে তাদের উপর। তাতে রঞ্জিৎ সিং, কুণাল সিং, রানা বিশাল সিং নামে ৩ জন আহত হয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করে হাওড়ায় তৃণমুল জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ মিছিল ছিল তৃণমূলের। সেটাই হয়েছে। বিজেপি মাঠ ভরাতে পারনি। পূর্ব মেদিনীপুর থেকে লোক ডেকে এনেছে। তারাই অশান্তি বাধিয়েছে। কেন্দ্রীয় নেতাদের নজরে আসতে এ ধরনের অশান্তি বাধিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছে।

বাঁকড়া ফাঁড়ির পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। রাস্তায় একটি বাইক এক পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনা থেকে বচসা, হাতাহাতি ঘটেছে।

RELATED ARTICLES

Most Popular