Homeএখন খবরভোটারদের টাকা বিলি করার অভিযোগ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে, কমিশনের দ্বারস্থ গেরুয়া...

ভোটারদের টাকা বিলি করার অভিযোগ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে, কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির

নিউজ ডেস্ক: ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠলসায়ন্তিকার বিরুদ্ধে। তৃণমুলের তারকা প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ পদ্ম-শিবির।

বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পুজো দেন সায়ন্তিকা। সেখানে মন্দিরের বাইরে বসে থাকা কিছু দুঃস্থ মানুষের হাতে টাকা দেন তিনি। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, ভোটের দিন টাকা বিলি করছেন সায়ন্তিকা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সায়ন্তিকা। তাঁর দাবি, ‘মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে টাকা না দিয়ে সেই টাকা যদি দুঃস্থ মানুষদের হাতে দিই, তাতে সমস্যা কোথায়?’

বাঁকুড়ার বহু কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের অভিযোগ সামনে এসেছে। সেই নিয়েই সায়ন্তিকা জানালেন, ‘বাঁকুড়ার মানুষ ফিরত আসবে এবং দিদিকেই ভোটটা দেবে। ষড়যন্ত্র তো রয়েইছে, কারণ আমাদের বিরোধী দল জানে বাংলার মানুষ দিদিকে ভালোবাসে। যেখানে আমাদের মানুষজন স্ট্রং রয়েছে, সেখানেই ইভিএম মেশিন খারাপ। তবে জিতব আমি’।

প্রসঙ্গত, এদিন বাঁকুড়া বিধানসভার ১১৫ এবং ১১৯ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। এদিন বাঁকুড়ার বিভিন্ন বুথে ঘুরে বেড়ালেন সায়ন্তিকা। ভোট গ্রহণ কেন্দ্রে বাইরে দাঁড়িয়েই বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলেন আর্শীবাদ, আবার তারকা প্রার্থীকে কাছে পেয়ে চলল সেলফি তোলবার আবদারও। শত ব্যস্তার মধ্যেও নিরাশ করলেন না সায়ন্তিকা।

RELATED ARTICLES

Most Popular