Homeএখন খবররেল আধিকারিকদের ঝাড়ু মারার পরামর্শ তৃণমূল বিধায়কের

রেল আধিকারিকদের ঝাড়ু মারার পরামর্শ তৃণমূল বিধায়কের

নিউজ ডেস্ক: রেল কর্মীদের ঝাড়ু মারার পরামর্শ তৃণমূল বিধায়কদের। কিন্তু হঠাৎ কেন এমন নিদান দিলেন বিধায়ক!

জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ক্যান্টিন–বাজার, পিরতলা, সাহেববাগান, সাহেবপাড়ায় কয়েকশো পরিবার দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন। এমনকী অনেকের দোকানও রয়েছে এখানে। এই বসতি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। বাসিন্দাদের মনে একটাই প্রশ্ন, তুলে দেওয়া হলে তাঁরা কোথায় যাবেন? আর এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।

আর এই ঘটনা কানে যেতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নিতু সিং–সহ স্থানীয় তৃণমূল নেতারা। রেলের জমিতে বসবাসকারী পরিবারের মহিলাদের বিধায়কের পরামর্শ, ‘তাঁরা যেন কাউকে কাগজপত্র না দেখান। কেউ তাঁদের তুলে দিতে পারবে না। কেউ বাড়ীতে এলে যেন ঝাঁটা মেরে তাড়িয়ে দেন।’

ব্যান্ডেল এলাকায় রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না। তারপরেই রেলের জমিতে বসবাসকারীদের স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নিদান, কেউ যদি কাগজপত্র চাইতে আসে তাঁদের ঝাঁটা মেরে তাড়িয়ে দিন। অর্থাৎ রেলের আধিকারিকদের সরাসরি ঝাড়ু মেরে বিদেয় করতে সাহস যুগিয়ে গেলেন তিনি।

সংবাদমাধ্যমকেও বিধায়ক জানান, ‘রেলের জায়গায় স্বাধীনতার পর থেকে বসতি গড়ে উঠেছে। রেল এইসব গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছে। এতেই রেলমন্ত্রক তথা বিজেপি সরকারের আনন্দ। আগামী ১০ তারিখের মধ্যে জায়গা খালি করতে বলেছে। মগের মুলুক নাকি? বিকল্প ব্যবস্থা না করে কাউকে সরানো যাবে না।’

যদিও রেলের দেওয়া উচ্ছেদের নোটিশ দেওয়াতে সেখানকার স্থানীয়দের পাশে দাঁড়াতেই ছুটে এসেছেন বিধায়ক, তবুও রেল আধিকারিকদের এভাবে ঝাঁটা মারার নিদান দিয়ে নিজেকে একপ্রকার বিতর্কের মধ্যেই জড়ালেন বিধায়ক। তবে এই প্রথম নয়, তৃণমূল নেতৃত্বদের গলায় এর আগেও অনেক হুমকির সুর শোনা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular