Homeরাজ্য'ইন্ডিয়ান র‍্যাঙ্কিং' এর তালিকায় প্রথম দশে বাংলার ২ বিশ্ববিদ্যালয়

‘ইন্ডিয়ান র‍্যাঙ্কিং’ এর তালিকায় প্রথম দশে বাংলার ২ বিশ্ববিদ্যালয়

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মানব সম্পদ মন্ত্রকের দ্বারা প্রকাশিত ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ অনুসারে দেশের সেরা ২৫ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম রয়েছে বাংলার দুই বিশ্ববিদ্যালয়ের। ২০২০-র ‘ইন্ডিয়ান র‌্যাঙ্কিং’ অনুসারে ৫ম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ৭ম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়া এনআইআরএফ-এর তরফে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরকে আর্কিটেকচারের ক্ষেত্রে দেশের সেরা ইনস্টিটিউট হিসাবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০’-র তালিকা ঘোষণা করেন। এই তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। প্রতিবছর এই তালিকায় রাজ্যের মধ্যে যাদবপুরই বিশ্ববিদ্যালয়ই এগিয়ে থাকে। কিন্তু গতবছর যাদবপুরকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০১৯ এ কলকাতা বিশ্ববিদ্যালয় ৫ম স্থানে ছিল। যাদবপুর ছিল ৬ষ্ঠ স্থানে। ২০১৮ তেও একই স্থানে ছিল যাদবপুর।

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বেশখানিকটা পিছিয়ে আছে। ২০১৯ এর ‘ইন্ডিয়ান র‌্যাঙ্কিং’-এ বিশ্বভারতী ছিল ৩৭ তম স্থানে, এবার তা বেড়ে হয়েছে ৫০। পাশাপাশি একই হাল বর্ধমান বিশ্ববিদ্যালয়েরও। এই বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক বেড়ে হয়েছে ৯২। কল্যানী বিশ্ববিদ্যালয় ছিল ৯১ তে। এ বছর সামান্য এগিয়ে হয়েছে ৮৯। সাধারণত র‌্যাঙ্কিংয়ের তালিকা গোটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, পড়ুয়াদের ফলাফল ও সম্পদ, গবেষণা ও পেশাদার অনুশীলন, স্নাতক শ্রেণির ফলাফলের সহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়ন ও পর্যবেক্ষনের ভিত্তিতে তৈরি করা হয়।

তবে, বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকলেও সার্বিকভাবে কিন্তু এগিয়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সার্বিকভাবে ১১ তম স্থানে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে যাদবপুর। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজ্যে দুটি বিশ্ববিদ্যালয়েরই শিক্ষা ও অন্যান্যক্ষেত্রে গতবারের তুলনায় ফল অনেকটাই ভালো।

‘ইন্ডিয়ান র‍্যাঙ্কিং’ অনুসারে ২০২০ সালের সেরা ২৫টি বিশ্ববিদ্যালয় :

১) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু (আইআইএসসি)
২) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
৩) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)
৪) অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম
৫) যাদবপুর বিশ্ববিদ্যালয়
৬) হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
৭) কলকাতা বিশ্ববিদ্যালয়
৮) মনিপাল উচ্চশিক্ষা অ্যাকাডেমি
৯) সাবিত্রিবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়
১০) জামিয়া মিলিয়া ইসলামিয়া
১১) দিল্লি বিশ্ববিদ্যালয়
১২) আন্না বিশ্ববিদ্যালয়
১৩) ভারতীয়ার বিশ্ববিদ্যালয়
১৪) হোমি ভাভা জাতীয় ইনস্টিটিউট
১৫) বিড়লা প্রযুক্তি ও বিজ্ঞান ইনস্টিটিউট
১৬) ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স
১৭) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
১৮) ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি
১৯) অন্ধ্র বিশ্ববিদ্যালয়
২০)‌ শিক্ষা ও অনুসন্ধান
২১)‌ জামিয়া হমদর্দ
২২)‌মাদ্রাস বিশ্ববিদ্যালয়
২৩)‌কেরল বিশ্ববিদ্যালয়
২৪)‌কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি
২৫)‌শনমুঘা আর্টস সায়েন্স টেকনোলজি অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি

RELATED ARTICLES

Most Popular