Homeএখন খবরনারায়নগড় ও গোয়ালতোড়ে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

নারায়নগড় ও গোয়ালতোড়ে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ও গোয়ালতোড় থানা এলাকার জলাশয় থেকে পৃথক দুটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারায়নগড় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে কুনারপুর গ্রামপঞ্চায়েতের চকগনকা লাগোয়া একটি সেচখাল থেকে একটি ৩৫বছরের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়ে সেটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ” নারাযনগড় মাসন্তপুকুর প্রধানমন্ত্রী গ্রাম সড়কের ঢোল সমুদ্র খালে আজ মৃতদেহটি ভাসতে দেখে মানুষ। মৃত যুবক মকর বারিক বিবাহ সূত্রে চক গনকা গ্রামেই থাকতেন। দিনমজুর বারিক কিভাবে খালে গিয়ে পড়ল জানিনা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় অনেকের অভিমত মদ্যপ অবস্থায় খালের কালভার্টে বসে থাকার সময় সে পড়ে যেতে পারে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত কারন জানা যাবে।
অন্যদিকে এদিনই সকালে জেলার অপরপ্রান্তে গোয়ালতোড় থানার  ধামচা গ্রামের পুকুর থেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী মহিলার দেহ। পানমনি সরেন (৪৫) নামের ওই মহিলার বাড়ি গোয়ালতোড়ের চামটুবাদে। মৃতের স্বামী বৈদ্যনাথ সরেন জানিয়েছেন, মৃতা পানমনি গত পরশু গোয়ালতোড়ের শিওড়বনি তে আদিবাসী মেলা দেখতে গিয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত পরশু সন্ধ্যা থেকেই বাড়ির লোক খুঁজাখুঁজি শুরু করে। কিন্তু কাল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে ধামচা গ্রামের একটি পুকুরে কিছু ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা। তারা গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোনো মহিলার মৃতদেহ ভাসছে। খবর টা ছড়িয়ে পড়ে এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পানমনির বাড়ির লোকেরা গিয়ে মৃতদেহ সনাক্ত করে যে এটা পানমনির মৃতদেহ। খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। উল্লেখ করা যায় গতকাল গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত দুদিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরগোল পড়ে যায় এলাকায়।

RELATED ARTICLES

Most Popular