Homeএখন খবর"উদ্ধব ঠাকরে, খেলা শুরু হয়ে গেছে!" জামিন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ...

“উদ্ধব ঠাকরে, খেলা শুরু হয়ে গেছে!” জামিন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অর্ণবের

ওয়েব ডেস্ক : বছর দু’য়েক আগে আত্মঘাতী হয়েছিলেন আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তার মা। তাদের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। তবে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপে বুধবারই জামিন পেয়েছেন অর্ণব গোস্বামী। এদিন জামিনে মুক্ত হওয়ার পরেই নিজের টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অর্ণব গোস্বামী। এদিন তিনি বলেন, “উদ্ধব ঠাকরে, আপনার জন্য আমার একটি বার্তা আছে। আপনি পরাজিত হয়েছেন। আপনি আমাকে একটি পুরনো মিথ্যা মামলায় গ্রেফতার করিয়েছেন এবং আমার কাছে ক্ষমা পর্যন্ত চাননি। প্রস্তুত থাকুন, খেলা শুরু হয়ে গেছে।”

শুধু তাই নয়, একই সাথে এদিন জামিন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে অর্ণব গোস্বামী বলেন, এক বছরের মধ্যে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও রিপাবলিক নেটওয়ার্ক চালু করবেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গেও খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধার সম্ভাবনার কথাও জানালো রিপাবলিক টিভি। এদিন তিনি বলেন, ” উদ্ধব ঠাকরে আপনি যদি আটকাতে পারেন আটকান। প্রয়োজনে জেলে বসেও এই নতুন চ্যানেলগুলি উদ্বোধন করব। আপনার যা করার করে নিন। আমি একা নই, আমার টিম এবং ভারতের মানুষ আমার সঙ্গে রয়েছে। আপনি রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কে ছুঁতেও পারবে না। ”

এর আগে বম্বে আদালতের তরফে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করলেও এক সপ্তাহ পর অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। বুধবারই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে শুধুমাত্র অর্ণব গোস্বামীই নন, একই সাথে ওই মামলায় অভিযুক্ত অন্য দু’জনেরও জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি অর্ণব সহ এই মামলায় অভিযুক্ত সকলকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

RELATED ARTICLES

Most Popular