Homeএখন খবরকরোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

ওয়েব ডেস্ক : করোনা আবহে চলতি বছর সংসদে বাদল অধিবেশন ইতিমধ্যেই দু’দিনের পরিবর্তে একদিন করা হয়েছে। কিন্তু তাতেও রক্ষে নেই। সোমবার বাদল অধিবেশন থেকে ফেরার পর বুধবারই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী৷ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পর এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন নীতিন গডকড়ি। বুধবার রাতে মন্ত্রী নিজেই তাঁর টুইটার থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। পাশাপাশি তিনি আরও জানান, আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, সোমবার অধিবেশন থেকে ফেরার পর তিনি সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার আচমকা তিনি অসুস্থ অনুভব করেন। দেরি না করে দ্রুত তিনি চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো হলে রিপোর্টে জানা যায় যে তিনি করোনা পজিটিভ। আপাতত নিজেই আইসোলেশনে আছেন তিনি। এদিন টুইটের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গত সাত দিনে তার সংস্পর্শে যারা এসেছে তাদের দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেন। একই সাথে যদি কেউ করোনা পজিটিভ হন তবে তাদের করোনা প্রটোকল মান্য করার অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত, এদিকে করোনা সংক্রমণ সেরে গেলেও করোনা পরবর্তীতে শারীরিক অবস্থা ভালো রাখার জন্য আপাতত এইমসে ভর্তি হয়েছেন অমিত শাহ। করোনা পরবর্তীতে এই নিয়ে দু’বার তিনি হাসপাতালে ভর্তি হন। এদিকে সংসদে অধিবেশনের আগে করোনা পরীক্ষা করা হলেও সংসদের প্রথম দিনও করোনা পরীক্ষা করা হয়েছে। তাতে ২৪ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন।

RELATED ARTICLES

Most Popular