Homeঅন্যান্য"জুলাই মাসের পরে আবার টিকার জোগান বাড়বে। ততদিন টিকার অভাব থাকবে।"বললেন আদর...

“জুলাই মাসের পরে আবার টিকার জোগান বাড়বে। ততদিন টিকার অভাব থাকবে।”বললেন আদর পুনাওয়ালা

জুলাই পর্যন্ত দেশে কোভিড টিকার অভাব জারি থাকবে বলে জানালেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা।‌দেশে করোনার দৈনিক সংক্রমণ গত কয়েক দিন ধরে সাড়ে তিন লাখের বেশি। রোজ কোভিডে মারা যাচ্ছেন অন্তত ৩০০০ জন।

কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে ১৮ বছরের বেশি বয়সি সকল নাগরিককে টিকা দেওয়ায় ছাড় দিয়েছিল। কিন্তু নেওয়ার লোক থাকলেও টিকার আকাল দেশজুড়ে। এই পরিস্থিতিতে তেমন ইতিবাচক আশ্বাস দিতে পারলেন না খোদ টিকা উৎপাদনকারী সংস্থার কর্তা।

সেরাম ইনস্টিটিউট এর কর্তা আদর পুনাওয়ালা জানিয়ে দিলেন, জুলাই পর্যন্ত জারি থাকবে এই পরিস্থিতি।একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘‌জুলাই মাসের পরে আবার টিকার জোগান বাড়বে। ততদিন টিকার অভাব থাকবে। জুলাই মাসের পর টিকার মাসিক উৎপাদন ৭ থেকে বেড়ে ১০ কোটি হবে।’

তিনি আরও জানিয়েছেন, তাঁরা আশা করেননি এত তাড়াতাড়ি করোনার দ্বিতীয় ঢেউ চলে আসবে। সবাই ভেবেছিলেন ভারতে কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সেই কারণেই অতিরিক্ত টিকা উৎপাদন করার কোনও নির্দেশ তাদের দেওয়া হয়নি।
তাঁর ক্ষোভ, যে কিছু সমালোচক আর রাজনীতিক অকারণেই তাঁকে এবং তাঁর সংস্থাকে টিকার অভাবের জন্য দায়ী করছেন।

RELATED ARTICLES

Most Popular