Homeএখন খবরউত্তর প্রদেশের কনৌজে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই...

উত্তর প্রদেশের কনৌজে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ২০ যাত্রী

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ দুর্ঘটনার স্বাক্ষী থাকল উত্তর প্রদেশ। বছরের শুরুতেই বাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই হয়ে গেলেন ২০জন যাত্রী। পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া মৃতদেহগুলির এমনই অবস্থা যে একমাত্র ডিএনএ পরীক্ষা ছাড়া তাঁদের পরিচয় উদঘাটন করা সম্ভব নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাসটি থেকে ২৫জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন । দ্বিতল শয্যা বিশিষ্ট বাসটি     কনৌজ থেকে জয়পুরে যাচ্ছিল। পথে দেওয়ার মার্গ বলে একটি জায়গায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরেই আগুন লেগে যায় বাসটিতে। শুক্রবার মধ্য রাতে উত্তর প্রদেশে  ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে যখন আগুন লাগে তখন অনেক রাত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে অধিকাংশেরও বেশি যাত্রী ঘুমোচ্ছিলেন। তাই আগুন লাগার পর তা বুঝতেই খানিকটা সময় চলে যায়। বুঝতে পারার পরই কয়েকজন বাসের দরজা ও জানালা খুলে বাইরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মাত্র ১০ থেকে ১২ জনই সফল হন। কিন্তু বাকিরা বাসের মধ্যেই আটকে পড়েন। আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। এমনকী তাদের পৌঁছতে দেরি হয় বলেও উঠছে অভিযোগ।

পুলিশ জানিয়েছে ঘটনাস্থল  ছিবরামউ থানার অধিন।  জিটি রোডে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাসটিতে। খবর দেওয়া হয় দমকলে। ৩ থেকে ৪টি ইঞ্জিন প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় প্রায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। কানপুর রেঞ্জের মোহিত আগরওয়াল জানিয়েছেন, ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। কনৌজের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, কনৌজ ও মইনপুর থেকে দমকল ডাকা হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন নিহতদের পরিবার গুলিকে আর্থিক সাহায্য করার পাশাপাশি আহতদের সমস্ত রকম চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। রাতেই নিহতদের পরিবারের প্রতি শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

RELATED ARTICLES

Most Popular