Homeএখন খবরধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনা-রুপো,মাথায় হাত সাধারণ মানুষের

ধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনা-রুপো,মাথায় হাত সাধারণ মানুষের

ওয়েব ডেস্ক: রীতি মেনে ধনতেরাসের দিন সোনা-রুপোর গয়না কেনা নাকি শুভ। ফলে এই দিনে নিয়ম মেনে প্রতিবছর সোনার গয়না কেনেন সাধারণ মানুষ। তবে করোনা আবহে এবছর সব কিছুতেই আকাশ ছোয়া দাম। টানা কয়েকদিন সোনার দামের পতনের পর বৃহস্পতিবার ধনতেরাসের আগে ফের বাড়ল সোনা-রুপোর দর। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দামের মূল্য বৃদ্ধি হয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৪৯৬৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৭২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৬৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৬৬০০ টাকা। এদিকে বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৩৩৯ টাকা। আর এক কিলোগ্রাম সিলভার ফিউচার্সের দাম ০.৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৬২,৭৮০ টাকা।

এদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট (খাঁটি) সোনার দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৫০৬৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৫২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৬৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৬৬০০ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রূপোর দামও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬২.৭০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫০১.৬০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬২৭ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬২৭০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬২৭০০ টাকা। তবে শুধুমাত্র ভারতের বাজারেই নয়, একইসাথে বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। এদিন আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ % বেড়ে হয়েছে ১,৮৭১.০৩ আউন্স। এদিকে মার্কিন ডলার সূচক ০.০৬ % কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনা সস্তা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular